TRENDING:

Purba Bardhaman News: গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল দুঃস্থ পরিবারের মেয়ে প্রিয়াঙ্কার

Last Updated:

ঘরেতে নিত্য অভাব। মা অন্যের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালান। বাবা রাজমিস্ত্রির কাজ করেন। তবু শুধু অদম্য জেদ আর ইচ্ছাশক্তির জেরে অনেকটাই এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলার বড়শুলের প্রিয়াঙ্কা মহন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ঘরেতে নিত্য অভাব। মা অন্যের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালান। বাবা রাজমিস্ত্রির কাজ করেন। তবু শুধু অদম্য জেদ আর ইচ্ছাশক্তির জেরে অনেকটাই এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলার বড়শুলের প্রিয়াঙ্কা মহন্ত। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা আঁকার জন্য নিজের নাম তুলেছে ন্যাশানাল বুক অফ রেকর্ডসে, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস, পুরস্কার পেয়েছে সমাজে অনন্যা 2022 এরও। আর এবার প্রিয়াঙ্কার ঝুলিতে যোগ হল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর সার্টিফিকেট। ১৫ই অগাস্ট হয়েছিল এই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ইভেন্টটের চূড়ান্ত প্রতিযোগিতা।
advertisement

প্রিয়াঙ্কা জানিয়েছে, তিনটি ইভেন্টে হয়েছে। এই তিনটি ইভেন্টে সে নিজের আঁকা ছবি পাঠিয়েছিল। সেখানেই সিলেক্ট হয়েছে তার আঁকা। শেষ রাউন্ডের বিষয় ছিল নতুন রকমের খাবার পরিবেশন । সেখানে প্রিয়াঙ্কা এঁকেছিল বাঙ্গালীআনা খাবার পরিবেশন। কুলোর উপর কলা পাতা তার উপর ভাত, লেবু কাঁচালংকা, ইলিশ মাছ এঁকেছিল প্রিয়াঙ্কা। সেই ছবিই এঁকেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল প্রিয়াঙ্কা। এই সাফল্যে খুশি তার পরিবার।

advertisement

আরও পড়ুনঃ ফসলের রোগ নিরাময় নিয়ে প্রশিক্ষণ শিবির কালনায়

বর্ধমান বিবেকানন্দ কলেজের সংস্কৃত অনার্সে তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা । ছোটো থেকেই পড়াশোনার পাশপাশি আঁকাও তার পছন্দের। তাই শত দরিদ্রতার মধ্যেও পড়াশোনার পাশপাশি আঁকা বন্ধ করেনি সে। এখন টিউশন করে সামান্য কিছু অর্থ উপার্জন করছে প্রিয়াঙ্কা। তা থেকেই নিজের ছোটো বোনকে ক্রিকেটে ভর্তি করেছে প্রিয়াঙ্কা। এছাড়াও ওই টাকা দিয়ে আঁকার সরঞ্জাম কেনে প্রিয়াঙ্কা।

advertisement

View More

আরও পড়ুনঃ কেটে ফেলা হল স্কুলের ১০১টি গাছ! অভিযোগ দায়ের থানায়

এভাবেই জীবন যুদ্ধে এগিয়ে চলছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মা বলেন, কষ্টের মধ্যে দিয়ে মেয়ে এগিয়ে যাচ্ছে। আমি অন্যের বাড়িতে রান্নার কাজ করি। ওর বাবা রাজমিস্ত্রির কাজ করেন। কোনও রকমে চলে খাওয়া দাওয়া। নুন ভাত খেয়েও মেয়ে এগিয়ে যাক চান তিনি। তবে সকলের সহায়তা চাইছেন। বর্তমানে আর্থিক সাহায্যের আশায় বসে প্রিয়াঙ্কা ও তার পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল দুঃস্থ পরিবারের মেয়ে প্রিয়াঙ্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল