প্রিয়াঙ্কা জানিয়েছে, তিনটি ইভেন্টে হয়েছে। এই তিনটি ইভেন্টে সে নিজের আঁকা ছবি পাঠিয়েছিল। সেখানেই সিলেক্ট হয়েছে তার আঁকা। শেষ রাউন্ডের বিষয় ছিল নতুন রকমের খাবার পরিবেশন । সেখানে প্রিয়াঙ্কা এঁকেছিল বাঙ্গালীআনা খাবার পরিবেশন। কুলোর উপর কলা পাতা তার উপর ভাত, লেবু কাঁচালংকা, ইলিশ মাছ এঁকেছিল প্রিয়াঙ্কা। সেই ছবিই এঁকেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল প্রিয়াঙ্কা। এই সাফল্যে খুশি তার পরিবার।
advertisement
আরও পড়ুনঃ ফসলের রোগ নিরাময় নিয়ে প্রশিক্ষণ শিবির কালনায়
বর্ধমান বিবেকানন্দ কলেজের সংস্কৃত অনার্সে তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা । ছোটো থেকেই পড়াশোনার পাশপাশি আঁকাও তার পছন্দের। তাই শত দরিদ্রতার মধ্যেও পড়াশোনার পাশপাশি আঁকা বন্ধ করেনি সে। এখন টিউশন করে সামান্য কিছু অর্থ উপার্জন করছে প্রিয়াঙ্কা। তা থেকেই নিজের ছোটো বোনকে ক্রিকেটে ভর্তি করেছে প্রিয়াঙ্কা। এছাড়াও ওই টাকা দিয়ে আঁকার সরঞ্জাম কেনে প্রিয়াঙ্কা।
আরও পড়ুনঃ কেটে ফেলা হল স্কুলের ১০১টি গাছ! অভিযোগ দায়ের থানায়
এভাবেই জীবন যুদ্ধে এগিয়ে চলছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মা বলেন, কষ্টের মধ্যে দিয়ে মেয়ে এগিয়ে যাচ্ছে। আমি অন্যের বাড়িতে রান্নার কাজ করি। ওর বাবা রাজমিস্ত্রির কাজ করেন। কোনও রকমে চলে খাওয়া দাওয়া। নুন ভাত খেয়েও মেয়ে এগিয়ে যাক চান তিনি। তবে সকলের সহায়তা চাইছেন। বর্তমানে আর্থিক সাহায্যের আশায় বসে প্রিয়াঙ্কা ও তার পরিবার।
Malobika Biswas