Purba Bardhaman News: কেটে ফেলা হল স্কুলের ১০১টি গাছ! অভিযোগ দায়ের থানায়

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের শিমুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণবাটি উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ স্কুলের বাউন্ডারিতে লাগিয়েছিল ১০১টি বিভিন্ন ধরনের দামি গাছ। সেই গাছ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কেটে ফেলছে বলে অভিযোগ।

+
title=

#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের শিমুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণবাটি উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ স্কুলের বাউন্ডারিতে লাগিয়েছিল ১০১টি বিভিন্ন ধরনের দামি গাছ। সেই গাছ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কেটে ফেলছে বলে অভিযোগ । ফলে এই ঘটনায় যেমন মন খারাপ শিক্ষকদের তেমনি মন খারাপ সমস্ত ছাত্র- ছাত্রীদের। গ্রামে আগে এরকম কখনো ঘটনা ঘটেনি বলে জানান গ্রামের বেশ কিছু মানুষজন । তবে যারা এ ধরনের কাজ করেছে প্রশাসন তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এমনটাই চায় গ্রামবাসীরা।
জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিনও স্কুলে আসেন শিক্ষক শিক্ষিকারা ও পড়ুয়ারা। স্কুলে আসতেই সকলের নজর যায় গাছ গুলির দিকে। এদিন লক্ষ্য করা যায় স্কুল বাউন্ডারির একটিও গাছ নেই। সমস্ত গাছ কেউ বা কারা কেটে ফেলেছে। এই দৃশ্য দেখেই চোখ কপালে ওঠে স্কুল কর্তৃপক্ষের । এরপরই শোরগোল পরে যায় গোটা গ্রামে। গাছ কাটাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে লোকসানের মুখে পূর্ব বর্ধমানের পদ্মচাষীরা
কৃষ্ণবাটি উচ্চ বিদ্যালয় এর প্রেসিডেন্ট খাইরুল আলম মল্লিক জানান , স্কুল খোলার পর প্রধান শিক্ষক তাকে বিষয়টি জানান । তড়িঘড়ি তিনি স্কুলে এসে দেখেন গাছ গুলো কেটে ফেলা হয়েছে। মন খারাপ হয়ে যায় তাঁর। তড়িঘড়ি বিষয়টি প্রশাসনকে জানান তিনি। লিখিত অভিযোগ দায়ের করেন থানায় । বিধায়ক অপূর্ব চৌধুরীকেও বিষয়টি জানিয়েছেন। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে গ্রামে তীব্র চাঞ্চল্য চড়ায়।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: কেটে ফেলা হল স্কুলের ১০১টি গাছ! অভিযোগ দায়ের থানায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement