প্লাস্টিক ব্যবহারের ফলে যে সমস্ত জটিল রোগ গুলো দেখা দেয় তা হল ক্যান্সার, অ্যাজমা , অটিজম , হরমোনজনিত সমস্যা, গর্ভপাতসহ নানা জটিল রোগ। প্লাস্টিক শুধু মানবদেহেরই ক্ষতি করেনা। প্লাস্টিক পরিবেশেও অনেক ক্ষতি করে। প্লাস্টিক ড্রেনে পড়ে ড্রেনের নোংরা জল চলাচলে বিঘ্ন ঘটায়। প্লাস্টিক মাটিতে না মেশার কারণে পরিবেশকে দূষিত করে।
advertisement
আরও পড়ুনঃ জলের অভাবে আমন চাষ ক্ষতির মুখে পড়ার আশঙ্কা
পোড়া প্লাস্টিকের দুর্গন্ধে যেমন মানবদেহের ক্ষতি করে তেমন অন্যান্য পশু পাখিদেরও ক্ষতি করে। ফলে প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা দরকার সকলেরই। তাই ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে প্লাস্টিক ব্যাবহার। প্লাস্টিক দূষণ রুখতে কোমর বেঁধে পথে নেমেছে জেলা, রাজ্য ও সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। ইতিমধ্যে বর্ধমানের বিভিন্ন স্কুলে পড়ুয়াদের নিয়ে প্লাস্টিক বর্জন কর্মসূচিও পালন করেছেন তারা।
Malobika Biswas





