কিন্তু কৃষকদের দাবি মত ক্ষতিপূরণ না পাওয়ায় ফের বর্ধমান কার্জন গেট চত্বরে বিক্ষোভ সমাবেশে সামিল হল মেমারি কৃষকরা। প্রায় সাড়ে ৩০০ চাষি রাস্তা অবরোধ করে এদিন। জেলাশাসকের অফিস ঘেরাও করেও বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত চাষিরা। দীর্ঘক্ষণ ঘেরাওয়ের পর ক্ষতিগ্রস্ত চাষিদের একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করেন।
আরও পড়ুনঃ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে জোর দিল জেলা প্রশাসন
advertisement
তারপর জেলাশাসকের আশ্বাসে পরই বিক্ষোভ ওঠে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯ মে মেমারির রসুলপুরের ওই হিমঘরে গিয়ে কৃষকরা দেখেন তিন নম্বর চেম্বারে রাখা আলু নষ্ট হয়ে গিয়েছে। হিমঘর সূত্রে জানা গিয়েছে, ৩ নম্বর চেম্বারে ১৮৮৯ জন কৃষকের ১, ১৫,৬৬৩ প্যাকেট আলু আছে। আলু নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামেন কৃষকেরা।
আরও পড়ুনঃ জলের অভাবে আমন চাষ ক্ষতির মুখে পড়ার আশঙ্কা
এমনকি ২ নম্বর জাতীয় সড়কও অবরোধ করে। তারপর মুখ্যমন্ত্রী জেলা সফরে গিয়ে প্রশাসনিক বৈঠক করে আলু চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারপর জেলা প্রশাসন ও হিমঘর মালিকের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকও হয়। কিন্তু কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ চাষিদের।
Malobika Biswas