আরও পড়ুন: বাজ পড়ে একসঙ্গে ১২ টি মোষের মৃত্যু
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান সদর থানা এবং জেলা আবগারি দফতরের যৌথ উদ্যোগে চোলাই ও বেআইনি মদের কারবারের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযান চালানো হয়। বর্ধমান শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বিজয়রামে অভিযান চালিয়ে চোলাই মদ, কেমিকেল জাতীয় লিকুইড ইত্যাদি বিপুল পরিমাণে পাওয়া যায়। সূত্রের খবর, পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযানের খবর পেয়ে মদ তৈরির উপকরণ একটি বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ির মধ্যে ঢেলে পুকুরে ভাসিয়ে দেয় কারবারিরা। পুলিশের ওড়ানো ড্রোন সেই হাঁড়ির সন্ধান দেয়।
advertisement
এই অভিযান শুরুর আগেই ড্রোন উড়িয়ে পুলিশ বিজয়রামের পাঁচটি এলাকাকে চিহ্নিত করে, যেখানে চোলাইয়ের রমরমা কারবার চলছিল। সেই জায়গাগুলো হল কেশরা পাড়া, আদিবাসী পাড়া, কোড়া পাড়া, মালির মাঠ সহ বিস্তীর্ণ এলাকা। এই সকল এলাকাগুলি চারদিক থেকে সিল করে দেয় পুলিশ। এরপরই শুরু হয় অভিযান। এই কৌশলে হাতেনাতে সাফল্য মিলেছে।