Jalpaiguri News: বাজ পড়ে একসঙ্গে ১২ টি মোষের মৃত্যু
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
টানাটানি সেতুর সামনে বজ্রপাতের জেরে ১২ টি মোষের একসঙ্গে মৃত্যু হয়। এই দুর্ঘটনায় ভেঙে পড়েছেন গোপাল ছেত্রি ও গঙ্গা বাহাদুর ছেত্রি।
জলপাইগুড়ি: বজ্রপাতে একসঙ্গে মৃত্যু হল ১২ টি মোষের। গত কয়েক বছর ধরেই বজ্রপাতে মানুষ ও গবাদি পশুর মৃত্যুর ঘটনা বাড়ছে। কিন্তু তা বলে একসঙ্গে ১২ টি মোষের মৃত্যুর ঘটনা যথেষ্ট বিরল। নাগরাকাটার সুলকাপাড়ার খয়েরবাড়ি সংলগ্ন হাজিপাড়ায় এই চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
বাজ পড়ে একসঙ্গে এতগুলো মোষের মৃত্যুর ঘটনাই শুধু জলপাইগুড়িতে ঘটেনি। গবাদি পশুর পাশাপাশি ক্ষতি হয়েছে সাধারণ মানুষেরও। মেটেলি ব্লকের আইবিল চা বাগানে কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে শ্রমিক মহল্লার। ৫০ টি শ্রমিক আবাসের চাল ঝড়ে উড়ে গিয়েছে। প্রায় ৩৫ মিনিট টানা ঝড় চলে, তাতেই এই ক্ষতি হয়। এর আগে শিলাবৃষ্টির জেরে আইবিল বাগানের চা গাছের ব্যাপক ক্ষতি হয়।
advertisement
advertisement
সুলকাপাড়ার টন্ডু বস্তির গোপাল ছেত্রি ও গঙ্গা বাহাদুর ছেত্রির মোষগুলি জলঢাকা নদীর চর থেকে ফিরছিল। তখনই বিকট শব্দে বজ্রপাত হয়। টানাটানি সেতুর সামনে বজ্রপাতের জেরে ১২ টি মোষের একসঙ্গে মৃত্যু হয়। এই দুর্ঘটনায় ভেঙে পড়েছেন গোপাল ছেত্রি ও গঙ্গা বাহাদুর ছেত্রি। তাঁরা জানিয়েছেন একেকটি মোষের বাজার দর ১ লক্ষ টাকা। এই বিপুল ক্ষতি কীভাবে সামলে উঠবেন তা ভেবে পাচ্ছেন না।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 3:03 PM IST