এই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় । এ বিষয়ে পঞ্চায়েত সদস্যরা জানান , পঞ্চায়েতে ভিসিটি নিয়োগের জন্য আবেদন দিয়েছে এলাকার বেশ কয়েকজন মানুষ। তবে পঞ্চায়েতে জেনারেল মিটিং না করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচমকা টেলিফোনে গ্রামসংসদ সভার মিটিং ডেকে সদস্য সদস্যাদের ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর করিয়ে নেন প্রধান বলে দাবি পঞ্চায়েতের সদস্যদের ।
advertisement
আরও পড়ুনঃ আশা কর্মীদের উপর হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
আর সেই রেজুলেশন কপি বিডিও অফিসে পাঠিয়ে দেন প্রধান । এদিকে গলসি এক নং ব্লকের বিডিও দেবলীনা দাস জানান , এখনও প্রযন্ত কোন নিয়োগ হয়নি । লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে দুটি শূন্য পদ আছে । ওখান থেকে একটি রেজুলেশন এসেছে । সেখানে দুইজনের নাম ছিল । পঞ্চায়েতের সদস্যদের অভিযোগ তদন্ত করে দেখা হবে । তবে এনিয়ে অভিযুক্ত প্রধানের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Malobika Biswas