West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল) Live Update
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজিবুল-রা মোট চার ভাই। তবে রাজিবুল নিজে গ্রামে থাকতেন না। মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। রাজিবুল বিভিন্ন অনুষ্ঠান অথবা পরবেই শুধুমাত্র গ্রামে ফিরতেন। রাজিবুলের দুই ছেলে। বড় ছেলে শেখ রাহানের বয়স ১০ বছর, ছোট ছেলে আয়ুশ সাড়ে তিন বছরের। পরিবারে আছে স্ত্রী আনারকলি, মা আনিশা বিবি এবং বাবা শেখ মোজাম্মেল।
advertisement
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল (West Bengal Panchayat Election Result 2023) Check LIVE
রাজিবুলের বাড়ি আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের ডাঙাপাড়ায়। মৃত রাজিবুল হকের ভাই আজহারউদ্দিনের অভিযোগ, বুথে ভোটকর্মীরা ঢুকলে তাঁরা ভোটকর্মীদের বলতে গিয়েছিলেন, যাতে নিরপেক্ষ ভাবে ভোট করা হয়। তখন হঠাৎই তৃণমূলেরর কর্মী-সমর্থক ও কিছু নেতা লাঠি রড, ইট-পাটকেল নিয়ে তাঁদের উপর চড়াও হণ। রডের আঘাতে রাজিবুল ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। অনেকক্ষণ পর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রেফার করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই শনিবার সকালে অর্থাৎ ভোটের দিন তাঁর মৃত্যু হয়।