উপরিউক্ত কোর্সগুলিতে যে কোনও বিষয়ের স্নাতকরা ভর্তি হতে পারবেন। কিন্তু ডিপ্লোমা করার জন্য উপরিউক্ত ভাষায় একটি সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করলে, যারা ভর্তি হবেন তাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যাঁরা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছেন, তাঁরা এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন না। প্রাথমিক ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০ টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
advertisement
আবেদন প্রক্রিয়া: উপরিউক্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যারা আবেদন করবেন তাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উপস্থিত থাকা লিঙ্কে গিয়ে সমস্ত রকম তথ্য এবং নথি জমা দিতে হবে। পড়ুয়াদের সুবিধার জন্য একটি ইউনিক কিউআর কোড রয়েছে, যা স্ক্যান করে আপনারা ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: জয় মা কালী, দীপান্বিতা কালী পুজোর দিনে সেজে উঠেছে তারাপীঠ মন্দির, মায়ের সাজও অপরূপ
আরও পড়ুন: প্রাচীন এই কালীমন্দিরের সঙ্গে জড়িয়ে অলৌকিক গল্প, দীপাবলিতে উপচে পড়ে ভক্তদের ভিড়
কোর্সে আবেদনের জন্য ১৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে , পড়ুয়াদের আবেদনের সংখ্যার উপর নির্ভর করে মোট আসন সংখ্যার বিষয়ে তথ্য পরে জানানো হবে। তবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক চালু থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই কোর্স সম্পর্কে আরও তথ্য জানার জন্য আগ্রহীদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে ।
বনোয়ারীলাল চৌধুরী