টোটো, গাড়ি সহ এলাকার সকলকে সতর্ক করতে গত বৃহস্পতিবার এই বিষয় নিয়ে খোসবাগান এবং শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারও করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান শহরের গুরুত্বপূর্ন রাস্তা হলো খোসবাগান। খোসবাগান এলাকাতে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ একাধিক নার্সিংহোম এবং ডাক্তার খানা। যেখানে প্রতিদিন কয়েকশো মানুষের আনাগোনা।
advertisement
আরও পড়ুন ঃ চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং দেখাতে স্কুলে বিশেষ উদ্যোগ, আনন্দিত পড়ুয়ারা
এই রাস্তা দিয়েই টোটো, রিক্সা, চারচাকা চলাচলের কারণে যানজটের মধ্যে আটকে পড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও। এমনকি খোসবাগানে কোনও দূর্ঘটনা ঘটলে পরে পুলিশের গাড়ি, ফায়ার ব্রিগেডের গাড়ি তাড়াতাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা না থাকায় জরুরী পরিস্থিতিতে চরম সমস্যায় পড়তে হয় এই সমস্ত গুরুত্বপূর্ণ গাড়িগুলোকে।
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, অতি গুরুত্বপূর্ণ গাড়ি এবং অন্যান্য আধিকারিকরা কোনও ঘটনা ঘটলে যাতে অতি তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারে সেই কারনেই আজ অর্থাৎ ২৫শে আগস্ট থেকে বর্ধমান নারকেল বাগান থেকে সদর থানার কাট আউট পর্যন্ত ওয়ানওয়ে করতে চলেছে জেলা প্রশাসন। এই ওয়ান ওয়ে থাকবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
Bonoarilal Chowdhury