আসছে 'রঘু ডাকাত'! দেব ঝড়ে কাঁপছে পুরুলিয়া, ক্রমেই বাড়ছে পারদ! ভক্তদের উন্মাদনায় শুরু কাউন্ট ডাউন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
দেব ভক্তের ভিড় পুরুলিয়া শহরে , আছে রঘু ডাকাতের টিম, লাইন দিয়ে পাস সংগ্রহ করছে ৮ থেকে ৮০!
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম দীপক অধিকারী অর্থাৎ দেব। দেব মনেই বহু মানুষের কাছে আবেগ। সম্প্রতি সুপারস্টার দেবের একটি সিনেমা আসতে চলেছে। আর তারই প্রমোশনের জন্য ‘রঘু ডাকাতের’ অবতারে অভিনেতা তথা সাংসদ দেব আসছেন পুরুলিয়ায়।
রীতিমত দেব ঝড়ে মেতেছে পুরুলিয়াবাসী। কিশোর কিশোরীদের উচ্ছ্বাস রয়েছে চোখে পড়ার মত। এই উপলক্ষে দেওয়া হচ্ছে ফ্রি এন্ট্রি পাস। দীর্ঘক্ষণ থেকেই লাইনে এন্ট্রি পাস সংগ্রহ করতে দেখা যাচ্ছে কিশোর-কিশোরীদের।আর হাতে এন্ট্রি পাস পাওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দেব ভক্তরা। এ বিষয়ে দেব ভক্তরা বলেন , তারা খুবই উৎসাহিত দেবকে দেখার জন্য। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে তাদের। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সামনে থেকে প্রিয় নায়ককে দেখার। সেই সুযোগ যে সত্যি হতে চলেছে তারা বিশ্বাসই করতে পারছেন না।
advertisement
রবিবার বিকেল চারটেয় সিটি সেন্টারের মঞ্চ তৈরি করে হতে চলেছে রঘু ডাকাতে-এর প্রমোশন। প্রযোজনা সংস্থার উদ্যোগে দেওয়া হচ্ছিল এন্ট্রি পাস। দেবের সঙ্গে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইধিকা পাল। দেব ভক্তরা রীতিমত কাউন্টডাউন শুরু করে দিয়েছে এক ঝলক প্রিয় অভিনেতাকে দেখার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 13, 2025 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আসছে 'রঘু ডাকাত'! দেব ঝড়ে কাঁপছে পুরুলিয়া, ক্রমেই বাড়ছে পারদ! ভক্তদের উন্মাদনায় শুরু কাউন্ট ডাউন