কিশোর শিল্পীর অনন্য প্রতিমা, একই মাটিতে ১২ বছর ধরে তৈরি!
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
প্রতিবছরই দুর্গা প্রতিমা গড়তে ব্যবহার হয় একই মাটি! ১২ বছর আগে প্রথম ব্যবহৃত সেই মাটি দিয়েই প্রতিবছর গড়ে উঠছে দুর্গা প্রতিমা। ব্যাট-বল বা অন্য কিছু নয়,ছোট থেকে কাদা,মাটি,খড় ছিল তার খেলার জিনিস।আর খেলতে খেলতেই চার-পাঁচ বছর বয়সে প্রথম গড়ে ফেলেন প্রতিমা।
বর্ধমান,সায়নী সরকার: প্রতিবছরই দুর্গা প্রতিমা গড়তে ব্যবহার হয় একই মাটি! ১২ বছর আগে প্রথম ব্যবহৃত সেই মাটি দিয়েই প্রতিবছর গড়ে উঠছে দুর্গা প্রতিমা। ব্যাট-বল বা অন্য কিছু নয়,ছোট থেকে কাদা,মাটি,খড় ছিল তার খেলার জিনিস।আর খেলতে খেলতেই চার-পাঁচ বছর বয়সে প্রথম গড়ে ফেলেন প্রতিমা।সেই থেকেই প্রতিবছর নিজের হাতে ঠাকুর গড়ে পুজো করছেন পূর্ব বর্ধমানের এক স্কুল পড়ুয়া।
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের রাজবাটি উত্তর ফটক এলাকার বাসিন্দা সি এম এস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ঋজু দে। ছোট থেকে প্রতিমা গড়া তার নেশা। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মূর্তি গড়ে সে। এমনকি প্রতিবছর দুর্গা প্রতিমা তৈরি করে নিজেই করেন পুজো। এ বছরও ২ ফুটের দুর্গা প্রতিমা গড়েছেন,পাশাপাশি পেয়েছেন প্রতিমা গড়ার অর্ডারও।মাটি দিয়ে ডাকের সাজের প্রতিমা গড়ে বাড়িতেই নিজেই নিজের মতন করে পুজো করেন পুজোর চার দিন কিন্তু ভাষান হয় না দশমীর দিনে।পুজো শেষে ঠাকুর রেখে দেওয়া হয়,পরের বছর বর্ষায় ছাদে বৃষ্টির জলে রাখা হয় প্রতিমা, প্রতিমা গলে গেলে সেই মাটিতেই আবার পরের বছর ঠাকুর গড়েন। এভাবেই প্রায় ১২ বছর ধরে দেবের প্রতিমা তৈরি করে পুজো করে আসছেন ঋজু।প্রথম দিকে শোলা দিয়ে ডাকের সাজ তৈরী করালেও বছর কয়েক ধরে মাটি দিয়েই ডাকের সাজ তৈরী করেন। তবে শুধু দুর্গা প্রতিমা নয় অন্যান্য প্রতিমা ও বিভিন্ন মূর্তিও তৈরি করে সে।শিল্পী ঋজু দে জানান,পাঁচ বছর বয়সে থেকেই তার খেলার সঙ্গী ছিল কাদা,মাটি,খড় প্রথমে পুতুল বানাতে বানাতে ঠাকুর গড়ে ফেলেন ।পরে দুর্গা মুর্তি তৈরী করে বাড়িতেই পুজো শুরু করেন।সেই থেকেই আর পুজো বন্ধ হয়নি,এক কাঠামো,একই মাটি,একই রূপেই নিজের হাতে দেবীকে গড়ে পুজো করেন তিনি।
advertisement
ঋজু দে-র এই শিল্পকর্ম তার ১২ বছরের নিষ্ঠা, ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতিচ্ছবি। একই মাটি থেকে বারবার দেবীকে রূপ দেওয়া যেন এক চিরন্তন বন্ধন, যা তাকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে আসে। এই তরুণ শিল্পীর হাতে গড়া প্রতিটি প্রতিমা যেন সেই গল্পের এক নতুন অধ্যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 12, 2025 9:25 PM IST








