Purba Bardhaman News: চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং দেখাতে স্কুলে বিশেষ উদ্যোগ, আনন্দিত পড়ুয়ারা 

Last Updated:

রাজ্যের স্কুল পড়ুয়াদের কাছে চন্দ্রযান-৩ এর অবতরণের এই বিশেষ মুহূর্ত তুলে ধরতে উদ্যোগী হয়েছিল রাজ্য শিক্ষা দফতর। সেই উদ্যোগে পা মেলায় সুদপুর উচ্চ বিদ্যালয়।

+
title=

পূর্ব বর্ধমান, কাটোয়া: বর্তমানে সারা দেশবাসীর কাছেই চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছে চন্দ্রযান-৩! পৃথিবীর মধ্যে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারত। সেই সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছাতে পারার চতুর্থ দেশ হিসেবে নিজের নাম খোদাই করেছে আমাদের দেশ। দেশের এই বিরাট সাফল্যে গর্বিত আপামর দেশবাসী। দেশের এই বিশেষ মুহূর্তের সাক্ষী থেকেছে দেশের বিভিন্ন স্তরের মানুষ।
সেইরকমই রাজ্যের স্কুল পড়ুয়াদের কাছে চন্দ্রযান-৩ এর অবতরণের এই বিশেষ মুহূর্ত তুলে ধরতে উদ্যোগী হয়েছিল রাজ্য শিক্ষা দপ্তরও। এইদিন রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং কাটোয়া ডি আই সাহেবের নির্দেশে চন্দ্রযান-৩ এর অবতরণের দৃশ্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার ব্যবস্থা করেছিল কাটোয়ার বেশ কিছু বিদ্যালয়।
আরও পড়ুন ঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং প্রোগ্রাম, তৈরি হবে ডিসিপ্লিন কমিটি 
সেই রকমই ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দৃশ্য ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরার ব্যবস্থা করেছিল কাটোয়ার সুদপুর উচ্চ বিদ্যালয়ও। এইদিন বিদ্যালয়ে ডক্টর এপিজে আবদুল কালাম-এর নামাঙ্কিত স্মার্ট ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে চন্দ্রযান-৩ এর সরাসরি সম্প্রচার ছাত্র-ছাত্রীদের দেখানোর ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের সাইন্স ক্লাবের তরফে।
advertisement
advertisement
এদিন বিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল ভারতের এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য। ছাত্র-ছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরাও। চন্দ্রযান-৩ এর এই অবতরণকে ঘিরে সকাল থেকেই নানান আয়োজন চলছিল সুদপুর উচ্চ বিদ্যালয়ে। এদিন স্কুলের তরফে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পোস্টার ড্রয়িং কম্পিটিশন-এর আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীদের আঁকা এই সকল ছবিগুলি স্কুলের মধ্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
advertisement
আরও পড়ুন ঃ বর্ধমান শহরে চালু হবে আবার নতুন নিয়ম! মাথায় হাত ব্যবসায়ীদের 
চন্দ্রযান-৩ কে ঘিরে সুদপুর উচ্চ বিদ্যালয়ের তরফে নেওয়া এই কর্মসূচি প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ দে জানিয়েছেন, “আজকে ভারতবর্ষের বিজ্ঞানের জয়যাত্রার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। এর আগে যখন চন্দ্রযান-৩ প্রথম উৎক্ষেপণ হয়েছিল তখনও আমরা ছাত্রছাত্রীদের কাছে ইসরোর ওয়েবসাইট থেকে সেই সম্প্রচার ছাত্রছাত্রীদের দেখিয়েছিলাম।”
advertisement
তারপর তিনি বলেন, “সেখানে ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহ দেখিয়েছিল এবং আমাদের কাছে এই দাবিও করেছিলো, যদি ভারত এই চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ ও অবতরণে সফল হয় তাহলে সেটা কি আমাদের দেখানো যাবে? আমরা তাদের প্রতিশ্রুতিও দিয়েছিলাম যদি ভারত সেই জায়গায় পৌঁছাতে পারে তাহলে সেই দৃশ্য আমরা তাদের কাছে তুলে ধরবো।”
আরও পড়ুন ঃ পাট চাষ করতে গিয়ে সমস্যায় পড়ছেন চাষিরা! জানুন
এর পাশাপাশি সুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরো বলেন যেহেতু চন্দ্রযান-৩ এর অবতরণের সময়টা বিকেল পাঁচটা সাতাশ এবং সেটা স্কুল টাইমের বাইরে। সেই জন্য স্কুল সংলগ্ন যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের অভিভাবকদের জানিয়ে এবং অভিভাবকদের সঙ্গে নিয়ে আজকে বিক্রমের চাঁদে পৌঁছানোর মুহূর্তটি তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন তারা।
advertisement
অন্যদিকে ভারতের এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পেরে উচ্ছসিত স্কুলের পড়ুয়ারাও। ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের মুহূর্ত পর্দায় ফুটে উঠতেই আবেগে, উচ্ছ্বাসে ফেটে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন চন্দ্রযান-৩ এর বিষয় নিয়ে প্রথম থেকেই উৎসাহী ছিল স্কুলের পড়ুয়ারা। স্কুলের কাছে তারা আবদার জানিয়েছিল উৎক্ষেপণের মতোই চন্দ্রযান-৩ এর অবতরণ মুহূর্তও তাদের সামনে তুলে ধরার জন্য।
advertisement
সুদপুর উচ্চ বিদ্যালয় আয়োজিত সামগ্রিক কর্মকান্ড ও শিক্ষা দপ্তরের নির্দেশ প্রসঙ্গে স্কুলের তরফে আরো জানানো হয়, “একটি আনন্দের বিষয় যে আমাদের শিক্ষা দপ্তর থেকেও নির্দেশ এসেছে বিষয়টি ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরার জন্য। আমরা সেটা মাথায় রেখেছি।এছাড়াও আমরা আজকে আরও বেশ কিছু প্রোগ্রাম করেছি। আজকে ফার্স্ট আওয়ারে স্কুলে একটা পোস্টার এবং ড্রয়িং একটা কম্পিটিশনের আয়োজন করেছিলাম সেখানে ছাত্রছাত্রীরা বসে এঁকেছে এবং তাদের সেই আঁকা গুলি আমাদের নোটিশ বোর্ডের ডিসপ্লে করা হয়েছে।”
advertisement
তারপর তিনি যোগ করেন, “আমাদের সুদপুর উচ্চ বিদ্যালয় সাইন্স ক্লাব বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বিজ্ঞান এবং বিভিন্ন মহান মনীষীদের বিজ্ঞানীদের জন্মদিন পালন থেকে শুরু করে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ, মডেল কম্পিটিশন মডেল এক্সিবিশন এর আয়োজন আমরা করে চলেছি। আজকের অনুষ্ঠান টিকেও সেই সাইন্স ক্লাবের একটি কর্মসূচির মধ্যে ধরা হয়েছে।”
আরও পড়ুন ঃ লোড নিতে পারছেনা ট্রান্সফরর্মার তাই লাইন বিচ্ছিন্ন করে পরীক্ষা, ভোগান্তি সাধারণ মানুষের
প্রসঙ্গত, সুদপুর উচ্চ বিদ্যালয়ের তরফে এর আগে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের দৃশ্যও স্কুলের ছাত্র-ছাত্রীদের দেখানো হয়েছিল। গতকাল সেই চন্দ্রযানের সফল অবতরণেরও সাক্ষী থাকলো স্কুলের পড়ুয়ারা। এদিন ছাত্র-ছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবক, স্কুলের প্রধান শিক্ষক ডঃ দেবাশীষ দে, অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ।
Bonoarilal Chowdhury
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং দেখাতে স্কুলে বিশেষ উদ্যোগ, আনন্দিত পড়ুয়ারা 
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement