East Burdwan News: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং প্রোগ্রাম, তৈরি হবে ডিসিপ্লিন কমিটি 

Last Updated:

ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ‍্যোগ

পূর্ব বর্ধমান: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরেই তড়িঘড়ি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হোষ্টেলগুলির জন্য । এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অ্যান্টি র‍্যাগিং সচেতনতা অনুষ্ঠিত হয় সকল কলেজ ছাত্র ছাত্রীদের নিয়ে।
মূলত ছাত্র ছাত্রীদের মনে সচেতনতা বাড়াতে এবং আর কোনওবিশ্ববিদ্যালয়ে যেনএই ধরনের র‍্যাগিংয়ের শিকার না হয় ছাত্র ছাত্রীরা তার জন‍্য এই মূল উদ‍্যোগ।এর ফলে ছাত্র ছাত্রীদের মনে সচেতনতা বাড়বে বলেই আশাবাদী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আশিষ কুমার পানিগ্রাহী।
advertisement
advertisement
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, ডিএসপি ট্রাফিক ২রাকেশ কুমার চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সহ উপাচার্য আশিষ কুমার পানিগ্ৰাহী। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানান ,অ্যান্টি র‍্যাগিং কমিটির মিটিং ডাকা সম্ভব হচ্ছে না কারণ ভিসি নেই । তিনি একা এই সিদ্ধান্ত নিতে পারেন না বলেই জানিয়ে দিয়েছেন আশিষবাবু । যদি অভিযোগ আসে, রেজিস্ট্রার আছেন তিনি দেখবেন আগে। তিনি আরও জানান যে কোনও রকম কমপ্লেন বা অভিযোগ আসলেই সেটা অ্যান্টি র‍্যাগিং কমেটিতে যাবে৷ তড়িঘড়ি একটা কমিটি গঠন করতে চলেছে ডিসিপ্লিন কমিটি ।
advertisement
এই বিষয়ে পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, “অ্যান্টি র‍্যাগিংয়ের জন্য নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে৷ যদি কোনও অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা তদন্ত করব।জেলাশাসক সহ রেজিস্ট্রার সাহেবকে নিয়ে জেলা অ্যান্টি র‍্যাগিং কমিটির একটা মিটিং ছিল।সেই মিটিংয়ে আমাদের কাছে এরকমই একটি ঘটনার অভিযোগ এসেছে। এ বিষয়ে তদন্ত করা হবে বলেও জানানো হয়।”
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং প্রোগ্রাম, তৈরি হবে ডিসিপ্লিন কমিটি 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement