Bardhaman News: পাট চাষ করতে গিয়ে সমস্যায় পড়ছেন চাষিরা! জানুন

Last Updated:

Bardhaman News: পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় রাজ্যের শস্য ভাণ্ডার। কারণ এই জেলাতে সবথেকে বেশি ধান উৎপাদন হয়।

+
পাট

পাট ছাড়াতে ব্যস্ত পাট চাষিরা 

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় রাজ্যের শস্য ভাণ্ডার। কারণ এই জেলাতে সবথেকে বেশি ধান উৎপাদন হয়। তবে ধান উৎপাদনের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে ব্যাপক হারে হয় পাট চাষও। পূর্বস্থলী ঢুকলেই চোখে পড়বে বেশির ভাগ জায়গায় রাস্তার দুপাশে সারি সারি সাজানো রয়েছে পাট। মূলত এখানকার প্রায় বেশিরভাগ চাষি এই পাট চাষের উপরেই নির্ভরশীল।প্রতি বছর বৈশাখ মাসে পাট চাষ করা হয় এবং আষাঢ় মাসে পাট কাটা হয় । এর পর শুরু হয় পাট পচানো এবং তারপর পাট বিক্রি।
এই প্রসঙ্গে মৃত্যুঞ্জয় ঘোষ নামে এক পাট চাষি জানান ,আষাঢ় মাসে পাট কাটা হয় । এর পর পাট জলে পচিয়ে পাট ছাড়ানো হয়। গ্রামে গ্রামে পাইকাররা আসে এবং পাট কিনে নিয়ে যায়। বছরে একবারই এই পাট চাষ করা হয়। ১ কুইন্টাল পাট বিক্রি করে দাম পাওয়া যায় চার হজার থেকে পাঁচ হাজার টাকা l ১ বিঘা জমিতে পাট চাষ করলে সেখান থেকে ৭ থেকে ৮ কুইন্টাল পাট হয় ।
advertisement
এখানে ধান, পাট ছাড়াওনানান রকম চাষ হলেও বেশিরভাগ মানুষ পাটের উপরেই নির্ভরশীল। পাট টাই মূল আকর্ষণ।তবে পূর্বস্থলী ১ নম্বর ব্লকে এবছর পাট চাষের অবস্থা ভাল নয়। এমনটাই জানাচ্ছেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অন্তর্গত এক পাট চাষিজাকীর হোসেন মণ্ডল। তিনি জানিয়েছেন তাদের চাষ করতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে কারণ খরচ হচ্ছে প্রচুর পরিমাণ টাকা ।
advertisement
advertisement
আরও পড়ুন: 
আমরা পাটের উপরেই নির্ভরশীল কিন্তু এবছর আমাদের কোনওলাভ হয়নি। এবছর খরচ অনেক বেশি। ১ বিঘা জমিতে পাট কাটতে গিয়ে ৪ হাজার টাকা বিঘা পড়ছে । পাট নিয়ে যেতে ৪ হাজার মোট ৮ হাজার । পাট ছাড়াতে লাগছে আরও ৪ হাজার টাকা । পাট শুকোতে লাগে প্রায় ১৫০০ টাকা মত। চাষ করতেই আমাদের সব টাকা খরচ হয়ে যাচ্ছে । তারপর বীজ কেনা , জমি নীড়ান, এই খরচ গুলো বাদ ।
advertisement
তবে চাষিদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে পাট পচাতে গিয়ে জলের কারণে অনেক সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ পাট পচানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জল চাষিরা পাচ্ছেন বলে জনিয়েছেন। এমত অবস্থায় চাষিরা সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছেন।
Bonoarilal Chowdhury
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: পাট চাষ করতে গিয়ে সমস্যায় পড়ছেন চাষিরা! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement