বিনামূল্যে মাছ চান! যেতে হবে এই জায়গায়, রয়েছে দশ কেজি ওজনের মাছও!
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
এখানে একেবারেই বিনামূল্যে মাছ ধরা যায়। ভাগ্য সহায় হলে এমনকি দশ কেজি ওজনের মাছও জালে বা ছিপে ধরা পড়ে যাচ্ছে!
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকা এখন মৎস্যপ্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। কারণ এখানে একেবারেই বিনামূল্যে মাছ ধরা যায়। ভাগ্য সহায় হলে এমনকি দশ কেজি ওজনের মাছও জালে বা ছিপে ধরা পড়ে যাচ্ছে! যেখানে অন্যত্র মাছ ধরতে গেলে মোটা অঙ্কের টিকিট কেটে অনুমতি নিতে হয়, সেখানে পূর্বস্থলীর এই জায়গা একেবারেই ব্যতিক্রম।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement
এই মৎস্য শিকার চলছে পূর্বস্থলীর চুপি কাষ্ঠশালী থেকে শুরু করে জাহান্নগর পঞ্চায়েতের মাধাইপুর ঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে। স্থানীয় মানুষদের পাশাপাশি বাইরের জেলাগুলি থেকেও প্রায় প্রতিদিনই অনেক মানুষ আসছেন। বিশেষ করে শখের মাছশিকারিরা ছাড়াও এখানে দেখা যাচ্ছে পেশাদারদেরও। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
সবচেয়ে বড় সুবিধা হল, পূর্বস্থলী রেলস্টেশন থেকে এই জায়গাটি একেবারেই কাছাকাছি। তাই ট্রেন বা স্থানীয় যানবাহন ব্যবহার করেই সহজে পৌঁছে যাওয়া যায় ছাড়িগঙ্গার ঘাটে। বিনামূল্যে মাছ ধরা, প্রকৃতির শান্ত পরিবেশ, আর গ্রামীণ আবহ সব মিলিয়ে পূর্বস্থলীর এই জায়গা এখন মৎস্যপ্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী