একইভাবে সম্প্রতি একটি ঘটনায় এক গ্রাহকের মোবাইলে বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে ফোন করা হয়। সেখানে গ্রাহকের জানানো হয়, তাঁর গত মাসের বিদ্যুৎ বিল বাকি রয়েছে। বিদ্যুৎ বিল না দেওয়া হলে ২৪ ঘন্টার মধ্যে সংযোগ কেটে দেওয়া হবে। তাকে একটি ম্যাসেজের লিঙ্ক পাঠানো হয়। যার মাধ্যমে বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়া যাবে বলে জানানো হয়। ফোন পাওয়ার পরই আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি।
advertisement
আরও পড়ুনঃ এ যেন উলটপুরান! সংসার চালাতে পরিচারিকার কাজ করেন পঞ্চায়েত প্রধান!
তিনি দেখেন তাঁর পূর্বের কোনও বিদ্যুৎ বিল বাকি নেই। এরপর তিনি সতর্ক হয়ে যান। ফলে প্রতারণার শিকার হননি তিনি। বর্ধমান সাইবার ক্রাইম শাখার ওসি জানান,\" এই ধরনের প্রতারণার ঘটনার অভিযোগ এই প্রথম। ভিন রাজ্য থেকে প্রতারণার ছক চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর আসার আগে ‘মাটি তীর্থ, কৃষি কথা’র হাল দেখতে হাজির প্রশাসনিক আধিকারিকরা
এক্ষত্রে রাজস্থানের একটি জায়গার সন্ধান পাওয়া গিয়েছে। প্রতিদিন নতুন নতুন প্রতারণার পন্থা নিচ্ছে দুষ্কৃতীরা। তাই আরও সতর্ক হতে হবে। সাইবার শাখার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে এই বিষয়ে প্রচারও চালানো হচ্ছে।
Malobika Biswas