১৩২৮ সালে তৈরি হয়েছিল ডাক্তার গুনেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িটি । আজও রয়েছে সেই বাড়ি। সেখানে এখন বসবাস করেন গুনেন্দ্রনাথের উত্তরসূরিরা। বাড়ি মেরামত করা হলেও বাড়ির আদল, বাড়ির নকশা বদল করা হয়নি আজও। বাড়ির সদস্যদের কাছে কাছে রয়েছে নেতাজির হাতে লেখা চিঠি। একটি নয় তিন তিনটি চিঠি আজও যত্ন করে রেখে দিয়েছেন গুনেন্দ্রনাথের বাড়ির সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ জানেন কি! বর্ধমানের এই জায়গাটি খুব পছন্দের ছিল নেতাজির!
গুনেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির প্রবীণ সদস্যা লক্ষ্মী ব্যানার্জী বলেন, \" গুনেন্দ্রনাথ তাঁর পিসেমশাই ছিলেন। তখন আমি অনেক ছোট গল্প শুনেছি মা, পিসির কাছে নেতাজি এসেছিলেন নাকি পিসেমশাই এর বাড়িতে। দলীয় কাজকর্ম করতেন এসে। এসব গল্প শুনেই বড়ো হয়ে ওঠা। এখন সেসব অমূল্য গল্প আমি নাতি নাতনীদের শোনাই। গর্ববোধ করি যে নেতাজি আমাদের আমাদের বাড়িতে এসেছিলেন।\"
Malobika Biswas