Purba Bardhaman: জানেন কি! বর্ধমানের এই জায়গাটি খুব পছন্দের ছিল নেতাজির!

Last Updated:

সেই ১৯৩১ সালের কথা। ব্রিটিশদের হটাতে একজোট হয়েছিলেন বাংলার মানুষ। এমন একটা সময় কাটোয়ায় এসে নেতাজি দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করেছিলেন অকুতোভয় বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে।

+
title=

#পূর্ব বর্ধমান : সেই ১৯৩১ সালের কথা। ব্রিটিশদের হটাতে একজোট হয়েছিলেন বাংলার মানুষ। এমন একটা সময় কাটোয়ায় এসে নেতাজি দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করেছিলেন অকুতোভয় বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে। তিনদিন কাটিয়ে গিয়েছিলেন নেতাজি । কাটোয়া শহরের কাঠগোলা পাড়ায় রয়েছে ফরওয়ার্ড ব্লকের কাটোয়া জোনাল অফিস , এই অফিসেই তিন দিন কাটিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বলে জানা গিয়েছে । এই দলীয় কার্যালয় তৈরি হওয়ার আগে এখানেই নেতাজির স্মৃতিতে আশ্রম প্রতিষ্ঠা করা হয়। যদিও বর্তমানে আশ্রমের আর কোনও কর্মকাণ্ড চোখে পড়ে না। স্থানীয়দের কথায় , ১৯৩১ সালে কাটোয়ার বিপ্লবীদের আহ্বানে কাঠগোলার এই বাড়িতেই তিনদিন কাটিয়ে গিয়েছিলেন নেতাজি । কাঠগোলাপাড়া, গৌরাঙ্গপাড়া এবং কয়েকটি এলাকায় গিয়ে মানুষকে দেশাত্মবোধের পাঠ দিয়েছিলেন নেতাজি।
বিপ্লবীদের নিয়ে ওই এলাকার বিভিন্ন জায়গায় বৈঠকও করেছিলেন। কাটোয়া থেকে যাওয়ার সময় তিনি বলে গিয়েছিলেন ' অবসরে সুযোগ পাইলে এই জায়গায় এসে অবস্থান করিব ’। সে কথা আজও ভোলেনি কাটোয়াবাসী। কাটোয়ার এই নেতাজি সুভাষ আশ্রমে বর্তমানে চলছে পঠন-পাঠন।
আরও পড়ুনঃ জৌলুস হারিয়েছে রাজবাড়ির ঝুলন! বন্ধ যাত্রাপালা
১৯৩৯ সালে স্থাপিত হয় কাঠগোলা প্রাথমিক বিদ্যালয়। কচিকাচারা আসে পড়াশোনা করতে। তবে অভাব রয়েছে সংস্কারের। আগাছায় ভরে গিয়েছে এই নেতাজি স্মৃতিধন্য আশ্রম। মাঝের মধ্যে সাপেরও দেখা মেলে, ভেঙেছে নেতাজির মূর্তির মুখের কিছুটা অংশ। অস্পষ্ট হচ্ছে ফলকের লেখা। ফলে এই স্থান সংস্কারের দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ সহ ফরওয়ার্ড ব্লক ও ট্রাস্টি বোর্ডের সদস্যারা।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: জানেন কি! বর্ধমানের এই জায়গাটি খুব পছন্দের ছিল নেতাজির!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement