Purba Bardhaman: জৌলুস হারিয়েছে রাজবাড়ির ঝুলন! বন্ধ যাত্রাপালা

Last Updated:

বর্ধমান শহরের একটি অন্যতম উৎসব হল ঝুলন। এই উৎসবকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠে সারা শহর। বর্ধমান শহরের বিখ্যাত ঝুলন উৎসব গুলির মধ্যে অন্যতম হল বর্ধমানের লক্ষীনারায়ন জিও এর বাড়ির বা রাজবাড়ির রথ।

#পূর্ব বর্ধমান : বর্ধমান শহরের একটি অন্যতম উৎসব হল ঝুলন। এই উৎসবকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠে সারা শহর। বর্ধমান শহরের বিখ্যাত ঝুলন উৎসব গুলির মধ্যে অন্যতম হল বর্ধমানের লক্ষীনারায়ন জিও এর বাড়ির বা রাজবাড়ির রথ। প্রতিবছরই নিষ্ঠা সহকারে ঝুলন উৎসব পালিত হয় এই রাজ বাড়িতে। পূজো, আরতির পাশাপাশি রামায়নী গানের আসর সহ বেশ কিছু অনুষ্ঠান হয় এখানে। তবে অর্থের অভাবে রাতভর ব্যাপী যাত্রা, পালাগানের আসর কিম্বা তরজা গানের আসর আর বসে না। যা নিয়ে আক্ষেপ করেছেন মন্দিরের প্রবীণ পুরোহিত উত্তম মিশ্র। এ বিষয়ে লক্ষীনারায়ণ জিউ মন্দিরের প্রবীণ পুরোহিত উত্তম মিশ্র বলেন, আগে মন্দিরকে সাতটি কাঠরায় ভাগ করে কোনওটিতে কৃষ্ণ পদষেবা চিত্র, কোনওটিতে নৌকোবিলাস, কালিয়াদমন, নরনারী কুঞ্জ ইত্যাদি সাজানো হত। রাধাকৃষ্ণের মূর্তির সঙ্গে বিদ্যুতের রোশনাইয়ের সাজানো হত। সে সব অনেক আগের কথা, যখন কবিগান, তরজা গানের আসর বসত, যাত্রা হত। সেসব এখন সবটাই অতীত। আগে লক্ষাধিক টাকা খরচ করে সব আয়োজন করা হত।
কিন্তু এখন সেই টাকার পরিমাণ কমেছে। এখন পাঁচ দিনের বরাদ্দ দশ হাজার। স্বাভাবিক ভাবেই জৌলুস কমেছে। তবে এখনও সব মুছে যায়নি। ঝুলনের পুজো সেরে এক দিন কীর্তন ও বাউল গানের আসর বসানো হয়। সামান্য কিছুর মধ্যেই কিছুটা আনন্দ খুঁজে নেওয়া এই আর কি।
আরও পড়ুনঃ এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণ পদক জিতল রামিশা 
এসব বলতে বলতেই আক্ষেপর সুর শোনা যায় তাঁর গলায়। করোনা আবহে দীর্ঘ দু বছর রাজবাড়িতে হয়নি ঝুলনের অনুষ্ঠান। সমাগম হয়নি কারও। ঝুলন দেখতে ভিড় জমায়নি দূর দূরান্ত থেকে আসা মানুষজন। তবে দীর্ঘ দু'বছর পর এবছর ফের লক্ষীনারায়ন জিও মন্দিরে হবে ঝুলন উৎসব।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলে যাওয়ার রাস্তা বেহাল! মেরামতের দাবিতে অবরোধ পড়ুয়াদের
রথের পর ঝুলন উৎসব হবে রাজবাড়িতে। রথের উৎসবে যেমন রাজবাড়ী চত্বর মেতে উঠেছিল উৎসব। তেমনই ঝুলন উৎসবেও লক্ষ্য করা যাবে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা। ফলে ইতিমধ্যেই উৎসব ঘিরে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। রাজবাড়িতে এখন ব্যস্ততা তুঙ্গে।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: জৌলুস হারিয়েছে রাজবাড়ির ঝুলন! বন্ধ যাত্রাপালা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement