চেয়ারম্যান ও কাউন্সিলর সরেজমিনে হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। দ্রুত হাসপাতাল চত্বর পরিস্কার করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী পুরসভার সাফাই কর্মীদের নিয়ে শনিবার সাত সকালেই হাসপাতাল চত্বরে হাজির হন চেয়ারম্যান ও কাউন্সিলর পরিচ্ছন্নতার কাজে। পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, সাফাই কর্মীরা নিয়মিত হাসপাতাল চত্বর পরিস্কার করবে।
আরও পড়ুনঃ আপাতত রাজমিস্ত্রির কাজই করতে হবে বর্ধমানের এম.এ পাস বিশ্বজিৎকে
advertisement
সাফাই কর্মীর অপ্রতুলতার জন্য যে সমস্যা হচ্ছে সেটা যাতে না হয় তার জন্য পুরসভা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসা করার জন্য হাসপাতালে আসা রোগী ও তার পরিজনরা পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের 'সিস্টার’ নমিতা দত্ত বলেন, আগাছায় পরিপূর্ণ হাসপাতালের অপরিচ্ছন্নতার বিষয়ে চেয়ারম্যান স্যারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, শুরু হয়ে গেল পরিচ্ছন্ন করার কাজ।
আরও পড়ুনঃ হুল দিবস পালন পূর্ব বর্ধমানে
হাসপাতলের চেয়ারম্যানকে হাসপাতাল চত্বরের ফাঁকা জায়গায় একটি ফুলের বাগান তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এটা যদি করা হয় তাহলে চিকিৎসা করতে আসা রোগীরা অনেকটাই মানসিক স্বস্তি পাবেন।
Malobika Biswas