আরও পড়ুন Tapan Dutta Murder Case: বালির তপন দত্ত খুনে CID-র থেকে এফআইআর কপি চাইল CBI
সংসারে নিত্য অভাব ঘোচাতে আর্থিক টানাপোড়েনের মাঝে সংসার চালাতে মিলন কুমার প্রতিদিন বর্ধমান-কাটোয়া লোকালে গান করেন। তাঁরই গানের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ব্যাস তারপরই কার্যত ঝড়ের বেগে সেটি পৌঁছে যায় সকলের কাছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে গান গাওয়ার জন্য ডাক আসছে মিলন কুমারের কাছে। আর এরইমধ্যে বীরভূমের গোধূলী বেলা মিউজিক সংস্থার স্টুডিওতে পা রাখলেন তিনি। এরপর ফের আগামী সপ্তাহে গান গাইতে যাবেন তিনি। অর্থাৎ মিলন কুমারের যে ভাগ্য ফিরেছে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
প্রথমবার কোনও মিউজিক সংস্থার হয়ে গান গেয়ে উচ্ছ্বসিত মিলন কুমার জানিয়েছেন, "ট্রেনে গান গেয়ে ভাইরাল হওয়ার পর গোপাল দার মিউজিক সংস্থা গোধূলি বেলা থেকে প্রথম গান গাওয়ার সুযোগ পেলাম। গানটি লঞ্চ হওয়ার পর আপনারা সবাই শুনবেন। আশা করি সবার ভালো লাগবে।”
অন্যদিকে সংস্থার কর্ণধার গোপাল ঘোষ জানিয়েছেন, মিলন বাবুকে তাঁর প্রাপ্য সম্মান এবং সাম্মানিক দিয়েই মিউজিক ভিডিওটিতে গান গাওয়ানো হয়েছে। তবে ঠিক কী বা কোন কোন গান তিনি গেয়েছেন সেই বিষয়ে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।
Malobika Biswas