Tapan Dutta Murder Case: বালির তপন দত্ত খুনে CID-র থেকে এফআইআর কপি চাইল CBI

Last Updated:

ইমেল মারফত চেয়ে পাঠানো হল সিআইডি থেকে। এবার এফআইআর নথি ডকুমেন্টস চেয়ে তদন্ত শুরু করল সিবিআই।

#কলকাতা: বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে এবার সিবিআই FIR-র কপি চাইল সিআইডির থেকে। সেই এফআইআরের কপি  সিবিআই ইমেল করে চাইল সিআইডি থেকে। হাই কোর্টের নির্দেশে বালির তপন দত্ত খুনের তদন্ত ভার সিবিআইকে দেওয়া হয়। সেই অনুসারে সিবিআই এফআইআর কপি চেয়ে পাঠায় সিআইডির থেকে। এবার তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনায় তদন্ত শুরু করল সিবিআই। খুব দ্রুত এই মামলায়  এফআইআর করবে সিবিআই।
advertisement
প্রসঙ্গত, ২০১১ সালে ৬মে  বালি এলাকায় খুন হন তৃণমূল নেতা তপন দত্ত।  এলাকায় জলাভূমি ভরাট বন্ধের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালানোয় প্রোমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে খুন করা হয় তপন দত্তকে, উঠে আসে এমন অভিযোগ। সেই ঘটনার তদন্ত ভার নেয় সিআইডি৷ ২০১১ সালে অগাস্ট মাসে সিআইডি চার্জেশিটে জেলা তৃণমূল সভাপতি তথা বর্তমানে মন্ত্রী অরূপ রায় সহ মোট ১৩ জনের নাম উঠে আসে। মূল অভিযুক্তদের মধ্যে ছিল তৃণমূলের প্রাক্তন জেলা সম্পাদক ষষ্ঠী গায়েন, আশীষ গায়েন, শ্বেতি বাপি, রমেশ মাহাতো, কার্তিক দাস। কিন্তু ২০১৪ সালে ডিসেম্বর মাসে তারা বেকাসুর খালাস হয়ে যান সাক্ষ্য প্রমাণের অভাবে।
advertisement
২০১১ সেপ্টেম্বর মাসে চার্জেশিট থেকে মন্ত্রী অরূপ রায় সহ মোট আট জনের নাম বাদ দেওয়া হয়। যা নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়। নিহতের স্ত্রীর জবানবন্দীও নেওয়া হয়। সেই তদন্ত সিআইডি করতে থাকে। কিন্তু বেকাসুর খালাস পাওয়ার পর তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত সিআইডি তদন্তের নিরপেক্ষতা ও অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হন। তিনি সিবিআই তদন্ত জন্য আবেদন করেন। ২০২২ সালে প্রায় ১১বছর পর ৯ জুন হাই কোর্টে তপন দত্ত খুনে সিবিআইকে তদন্ত নির্দেশ দেন। সেই অনুসারে সিবিআই সিআইডির থেকে এফআইআর নথি ডকুমেন্টস কপি চেয়ে পাঠালো। ওই এফআইআর অনুসারে সিবিআই দ্রুত এফআইআর করে তদন্ত শুরু করবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tapan Dutta Murder Case: বালির তপন দত্ত খুনে CID-র থেকে এফআইআর কপি চাইল CBI
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement