TRENDING:

Kojagori Lakshmi Puja 2023: লক্ষ্মী পুজোর আগে দাম বেড়েছে আখের! হাসি ফুটেছে আখ চাষিদের মুখে 

Last Updated:

এ বছর দুর্গা পুজোতেও আখ চাষিরা আখের ভাল দাম পাননি। কিন্তু এবার লক্ষীপুজোয় বেশ ভাল দামে বিক্রি হচ্ছে আখ এমনটাই জানাচ্ছেন আখ চাষিরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান:  এই বছর পূর্বস্থলীর চাষিরা ধান চাষের পাশাপাশি অনেকে পাট, আখ-সহ বিভিন্ন সবজি চাষ করেছিলেন। চলতি বছর কম বৃষ্টির কারণে পাট চাষিদের বেহাল অবস্থার বেশ খারাপ হয়েছিল। ঠিক তেমনই কিছুদিন আগে সঙ্কটে পড়েছিলেন পূর্বস্থলীর আখ চাষিরাও। আখ চাষ করে বিপুল লোকসানের সম্মুখীন হন তাঁরা। এমনকি কিছুদিন আগে তাদের এমন পরিস্থিতি হয়েছিল, যে টাকা দিয়ে তারা চাষ করা আখ বিক্রি করে সেই টাকাও উঠে আসছিল না। এ বছর দুর্গা পুজোতেও আখ চাষিরা আখের ভাল দাম পাননি। কিন্তু এবার লক্ষীপুজোয় বেশ ভাল দামে বিক্রি হচ্ছে আখ এমনটাই জানাচ্ছেন আখ চাষিরা ।
advertisement

এই প্রসঙ্গে এক আখ চাষি বলেন, ” এই লক্ষ্মী পুজোয় আখের একটু দাম উঠেছে । এখন সাত টাকা থেকে ৮ টাকা পর্যন্ত দাম পাওয়া যাচ্ছে, আমরা খুব খুশি হয়েছি দাম বাড়ার কারণে। দুর্গা পুজোতেও সেরকম দাম পাইনি কিন্তু লক্ষ্মীপুজোয় আখের ঠিকঠাক দাম পাচ্ছি।”

আরও পড়ুন: পাতে রাখুন এই ছোট সবজি, হু হু করে ঝরবে মেদ! সারবে আরও নানান রোগ

advertisement

পূর্বস্থলীর নসরৎপুর গোয়ালপাড়া সংলগ্ন দুটি আখের আড়ত রয়েছে। পূর্বস্থলীর বেশিরভাগ আখ চাষি এখানেই তাঁদের আখ নিয়ে আসেন। দূর দূরান্ত থেকে বহু ক্রেতা এসে এখন থেকে আখ কিনে নিয়ে যান। নসরৎপুরের এই গোয়ালপাড়া আখের আড়ত থেকে আখ পাড়ি দেয় কলকাতা, বিহারের মত আরও বিভিন্ন জায়গায়। কিন্তু কিছুদিন আগে বাজার খুব খারাপ ছিল। তবে এখন বেশ ভাল ভাল দামে আখ বিক্রী হচ্ছে বলে জানালেন আখ চাষিরা।

advertisement

View More

আরও পড়ুন: ফল থেকে পুতুল সবই মাটির! হারিয়ে যেতে বসা শিল্পকে বাঁচাতে লড়াই সঞ্জয়ের

জানা গিয়েছে ১বিঘা জমিতে আখ চাষ করতে খরচ হয় প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। ১ বিঘা জমি থেকে প্রায় দশ হাজার আখ উৎপন্ন হয় । যদি ভাল আখ হয় এবং আখের ঠিকঠাক দাম পাওয়া যায় তাহলে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় ১ বিঘা জমির আখ থেকে। বর্তমানে আখের ভাল দাম পাওয়ায় মুখে হাসি ফুটেছে আখ চাষিদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Kojagori Lakshmi Puja 2023: লক্ষ্মী পুজোর আগে দাম বেড়েছে আখের! হাসি ফুটেছে আখ চাষিদের মুখে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল