এই প্রসঙ্গে এক আখ চাষি বলেন, ” এই লক্ষ্মী পুজোয় আখের একটু দাম উঠেছে । এখন সাত টাকা থেকে ৮ টাকা পর্যন্ত দাম পাওয়া যাচ্ছে, আমরা খুব খুশি হয়েছি দাম বাড়ার কারণে। দুর্গা পুজোতেও সেরকম দাম পাইনি কিন্তু লক্ষ্মীপুজোয় আখের ঠিকঠাক দাম পাচ্ছি।”
আরও পড়ুন: পাতে রাখুন এই ছোট সবজি, হু হু করে ঝরবে মেদ! সারবে আরও নানান রোগ
advertisement
পূর্বস্থলীর নসরৎপুর গোয়ালপাড়া সংলগ্ন দুটি আখের আড়ত রয়েছে। পূর্বস্থলীর বেশিরভাগ আখ চাষি এখানেই তাঁদের আখ নিয়ে আসেন। দূর দূরান্ত থেকে বহু ক্রেতা এসে এখন থেকে আখ কিনে নিয়ে যান। নসরৎপুরের এই গোয়ালপাড়া আখের আড়ত থেকে আখ পাড়ি দেয় কলকাতা, বিহারের মত আরও বিভিন্ন জায়গায়। কিন্তু কিছুদিন আগে বাজার খুব খারাপ ছিল। তবে এখন বেশ ভাল ভাল দামে আখ বিক্রী হচ্ছে বলে জানালেন আখ চাষিরা।
আরও পড়ুন: ফল থেকে পুতুল সবই মাটির! হারিয়ে যেতে বসা শিল্পকে বাঁচাতে লড়াই সঞ্জয়ের
জানা গিয়েছে ১বিঘা জমিতে আখ চাষ করতে খরচ হয় প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। ১ বিঘা জমি থেকে প্রায় দশ হাজার আখ উৎপন্ন হয় । যদি ভাল আখ হয় এবং আখের ঠিকঠাক দাম পাওয়া যায় তাহলে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় ১ বিঘা জমির আখ থেকে। বর্তমানে আখের ভাল দাম পাওয়ায় মুখে হাসি ফুটেছে আখ চাষিদের।
বনোয়ারীলাল চৌধুরী