Alipurduar News: ফল থেকে পুতুল সবই মাটির! হারিয়ে যেতে বসা শিল্পকে বাঁচাতে লড়াই সঞ্জয়ের

Last Updated:

নানান রঙের ফল থেকে শুরু করে পুতুল, সবটাই মাটি দিয়ে তৈরি। বর্তমান প্রজন্মকে মাটির কাছে নিয়ে যেতে এখনও প্রচেষ্টা চালাচ্ছেন সঞ্জয় লাহা।

+
title=

আলিপুরদুয়ার: নানান রঙের ফল থেকে শুরু করে পুতুল, সবটাই মাটি দিয়ে তৈরি। বর্তমান প্রজন্মকে মাটির কাছে নিয়ে যেতে এখনও প্রচেষ্টা চালাচ্ছেন সঞ্জয় লাহা।
“পুতুল নেবে গো” গানটির লাইনগুলি সকলের মনের মধ‍্যে গেঁথে রয়েছে।তবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গানটি শুনে থাকলেও মাটির পুতুল নিয়ে খেলার খুব একটা সুযোগ পায় না। কারণ আজকাল খুব একটা দেখা যায় না মাটির পুতুল।মেলাগুলিতে খুব কম সময়ই দেখা মেলে মাটির পুতুলের। বিলুপ্তির পথে এই খেলনা। তবে মাটির পুতুল এখনও তৈরি করে যান কিছু শিল্পী। তাঁদের মধ্যে একজন হলেন আলিপুরদুয়ারের বারবিশার সঞ্জয় লাহা। আগে তাঁর বাবা,কাকারা এই কাজ করতেন। তাই তিনি মনেপ্রাণে চান তার পরবর্তী প্রজন্মকও মাটির পুতুল তৈরির কাজ শিখুক।
advertisement
advertisement
সঞ্জয় লাহা জানান,\” আগে মেলার প্রধান আকর্ষণ ছিল মাটির পুতুল, খেলনা। এখন আর এগুলি দেখা যায় না। বাচ্চারা মেলায় এসে তাদের পছন্দ মত কিছু পায় না বলে তাড়াতাড়ি মেলা থেকে বেড়িয়ে যেতে চায়। এই শিশুমনের কথা মাথায় রেখেই শুধু মাটির পুতুল তৈরি করি না। এখন তৈরি করছি মাটির মাছ, ফল, টাকা জমানর ঘট।”
advertisement
বর্তমান যুগের শিশুরা ফোনের প্রতি খুবই আসক্ত। গেমস এই মজে থাকে তারা। তাদের মাটির কাছাকাছি নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন সঞ্জয় লাহা।আগে মেলায় এলে খেলনা কিনে নিয়ে যেত শিশুরা। সঞ্জয় লাহার মতে মেলায় এসে আকর্ষণ খুঁজে পায় না বলে শিশুরা মোবাইল গেমস পছন্দ করে। সরলতা হারিয়ে যাচ্ছে শৈশব থেকে। ফলের আকার দিয়ে পয়সা জমানর ভাঁড় তৈরি করেন তিনি। যাতে ফল সম্পর্কে পরিচিতি বাড়ে।পাশাপাশি পুরনো দিনের মত ভাঁড়ে টাকা জমানর অভ‍্যাসও ফিরে আসে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফল থেকে পুতুল সবই মাটির! হারিয়ে যেতে বসা শিল্পকে বাঁচাতে লড়াই সঞ্জয়ের
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement