Durga Puja 2023: পূর্ণবয়স্ক মানুষের হাতের তালুর চেয়েও ছোট দুর্গামূর্তি! দশমীর রাতে তাক লাগাল কলকাতার ক্ষুদে
- Published by:Sayani Rana
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
কলকাতার সবচেয়ে ছোট দুর্গা মূর্তি। ক্লের তৈরি এই মূর্তি সকলের নজর কেড়েছে দশমীর রাতে।
কলকাতা: কলকাতার সবচেয়ে ছোট দুর্গা মূর্তি। ক্লের তৈরি এই মূর্তি সকলের নজর কেড়েছে দশমীর রাতে। বিজয়া দশমীতে হয় বিসর্জন৷ যদিও এখন বহু বড় বড় ক্লাবের প্রতিমা নিরঞ্জন হয় একাদশী-দ্বাদশীতেই। কোভিড কাল কাটিয়ে গত দু’বছর ধরে আবার শহরে পালন করা হচ্ছে মেগা কার্নিভাল।
তবু এখনও দশমী মানে পুজোর শেষ, চোখের কোণে জল নিয়ে আবার একটা বছরের অপেক্ষা, শুরু আসছে বছর আবার হবে-এর দিন গোনা। আর এই বিষণ্ণতা, আলো-আঁধারির মাঝেই নজর কেড়েছে এই মূর্তি। কসবার বছর ১২’র অবিশ্রান্ত নাগ তৈরি করেছে এই প্রতিমা। ষষ্ঠ শ্রেণির ছাত্র অবিশ্রান্ত এই দুর্গা গড়েছে। মূর্তি আকারে একজন পূর্ণবয়স্ক মানুষের হাতের তালুর চেয়েও ছোট।
advertisement
advertisement
নাগ পরিবারের এই সন্তান কে সি নাগ সম্পর্কে জেনে, অঙ্ক নিয়ে লড়াই করে যায়। কিন্তু প্রতিমার মূর্তি বানাতে তাকে লড়াই লড়তে হয়নি। অবিশ্রান্ত বলেছে, “আমি ক্লে-মডেলের অনেক কিছু তৈরি করি। এবার বন্ধুদের বলেছিলাম দুর্গা প্রতিমা বানাবো। তিন দিন সময় লেগেছে এটি বানাতে।”
advertisement

শুধু প্রতিমা বানিয়েই ক্ষান্ত হয়নি অবিশ্রান্ত। সেই প্রতিমার পুজোও করেছে বাড়িতে। তবে অবিশ্রান্তের বলে, “আমি বাড়িতে বলেছি, যদি বড় করে পুজো করা হয়। তবে আমিই প্রতিমা বানিয়ে দেব।” সবটা মিলিয়ে দশমীর রাতে বাজে কদমতলা ঘাটে অন্যান্যসব প্রতিমার ভিড়ে মূর্তিও তাক লাগিয়ে দিয়েছে সকলকে। তার ইচ্ছা আগামী দিনেও সে এরকম প্রতিমা গড়বে, তবে মিনিয়েচার নয়, বড় আকারে৷ তাই ঘুরে ঘুরে সে কলকাতার ঠাকুর দেখেছে। একাধিক প্রতিমার ছবি তুলে রেখেছে৷ আগামী দিনে সে শিল্পী হবার স্বপ্ন দেখে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2023 12:11 PM IST