Ditipriya Roy: বরণ শেষে সিঁদুর খেলায় ইনি ছিলেন দিতিপ্রিয়ার সঙ্গী! রইল ছবি

Last Updated:
উৎসবের শেষবেলায় দিতিপ্রিয়াও মাতলেন সিঁদুর খেলায়, করলেন দেবীবরণ। দশমীর আবহে গাল ভর্তি সিঁদুরে টুকটুকে হয়ে উঠলেন তিনি।
1/6
উৎসবের শেষবেলায় দিতিপ্রিয়াও মাতলেন সিঁদুর খেলায়, করলেন দেবীবরণ। দশমীর আবহে গাল ভর্তি সিঁদুরে টুকটুকে হয়ে উঠলেন তিনি।
উৎসবের শেষবেলায় দিতিপ্রিয়াও মাতলেন সিঁদুর খেলায়, করলেন দেবীবরণ। দশমীর আবহে গাল ভর্তি সিঁদুরে টুকটুকে হয়ে উঠলেন তিনি।
advertisement
2/6
বরণ হোক বা সিঁদুর খেলা, সঙ্গী মা। মণ্ডপে মায়ের হাতে ধরা বরণের থালা পাশে হাসি মুখে উজ্বল দিতিপ্রিয়া।
বরণ হোক বা সিঁদুর খেলা, সঙ্গী মা। মণ্ডপে মায়ের হাতে ধরা বরণের থালা পাশে হাসি মুখে উজ্বল দিতিপ্রিয়া।
advertisement
3/6
তবে শুধু মণ্ডপে নয়, বাড়িতেও মায়ের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নেন অভিনেত্রী।
তবে শুধু মণ্ডপে নয়, বাড়িতেও মায়ের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে নেন অভিনেত্রী।
advertisement
4/6
দেবীবরণও করেন তিনি। সব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আবার এক বছরের অপেক্ষা'। পাশাপাশি অনুরাগীদের শুভ বিজয়া জানাতেও ভোলেনি অভিনেত্রী।
দেবীবরণও করেন তিনি। সব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আবার এক বছরের অপেক্ষা'। পাশাপাশি অনুরাগীদের শুভ বিজয়া জানাতেও ভোলেনি অভিনেত্রী।
advertisement
5/6
লাল শাড়ি, নো মেকআপ লুক, সিঁদুর মাখা হাসি মুখে ঝলমলে দিতিপ্রিয়া।
লাল শাড়ি, নো মেকআপ লুক, সিঁদুর মাখা হাসি মুখে ঝলমলে দিতিপ্রিয়া।
advertisement
6/6
হাতে বরণডালা, ঠোঁটের কোণে হালকা হাসির আভা সবটা মিলিয়ে স্নিগ্ধ দিতিপ্রিয়া।
হাতে বরণডালা, ঠোঁটের কোণে হালকা হাসির আভা সবটা মিলিয়ে স্নিগ্ধ দিতিপ্রিয়া।
advertisement
advertisement
advertisement