Kangana Ranaut: ৫০ বছরের প্রথা ভেঙে গড়লেন ইতিহাস; তবে রাবণ দহনের সময় তির নিক্ষেপ করতে ব্যর্থতার কারণে ট্রোলিংয়ের মুখে কঙ্গনা
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
গত মাসে পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিলের অনুমোদন হিসেবে দশেরায় লব কুশ রামলীলায় রাবণ দহন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কঙ্গনা রানাউতকে। তিনি প্রথম মহিলা, যাঁর হাত ধরে রাবণ দহন হল। যদিও বেশ কয়েক বার তির নিক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন তিনি।
নয়াদিল্লি: তাঁকে নিয়ে নানা সময় দেখা গিয়েছে নানা বিতর্ক। সব সময়ই চর্চায় থাকেন এই বলি-ডিভা। তিনিকে আন্দাজ করতে পারলেন? তিনি আর কেউ নন বলিউড ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত। সবসময়ই তিনি থাকেন শিরোনামে। এবারও তার ব্যতিক্রম নয়। এবার তিনিই গড়লেন ইতিহাস। বহু কাল ধরে চলে আসা প্রথা ভেঙে নয়াদিল্লির লব কুশ রামলীলায় রাবণ দহনের সূচনা করলেন। তিনি প্রথম মহিলা, যাঁর হাত ধরে রাবণ দহন হল লব কুশ রামলীলায়। যদিও বেশ কয়েক বার তির নিক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন তিনি। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তেই তা হয় ভাইরাল। কঙ্গনাকে নিয়ে শুরু হয় ট্রোলিং।
গত মাসে পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিলের অনুমোদন হিসেবে দশেরায় লব কুশ রামলীলায় রাবণ দহন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কঙ্গনা রানাউতকে। দিদি রঙ্গোলি চান্ডেলকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠেছিলেন অভিনেত্রী। ওই অনুষ্ঠানে যোগদান করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাও।
advertisement
advertisement
উজ্জ্বল লাল রঙের ট্র্যাডিশনাল শাড়ি পরেছিলেন অভিনেত্রী, আঁটোসাঁটো করে বাঁধা খোঁপা। চিরাচরিত সাজে ধরা দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায়, কঙ্গনা হাতে বিশালাকার তির-ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর আশপাশের সকলেই তাঁকে কীভাবে তা নিক্ষেপ করতে হবে, সেটাই শেখাচ্ছিলেন। তবে ৩ বার অভিনেত্রী তির নিক্ষেপ করার চেষ্টা করেও, ব্যর্থ হন। যদিও এতে একেবারেই দমে যাননি তিনি। পরে লব কুশ রামলীলা কমিটির এক সদস্য কঙ্গনাকে তির নিক্ষেপ করতে সাহায্য করেন।
advertisement
অনেকেই অভিনেত্রীর বেশ প্রশংসাই করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ট্রোলিং করতেও ছাড়েনি অধিকাংশ মানুষই। এক নেটিজেনের বক্তব্য, “এটা আবার আমায় বিব্রতকর অবস্থায় ফেলল।” আর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার লিখেছেন, “বলিউডের স্টান্ট/অ্যাকশন ক্যুইনের জন্য এটা অনেকটাই!” আর একজনের মন্তব্য, “এটা দেখা ভীষণই কষ্টের।” এর পাশাপাশি অন্যএক নেটিজেন লেখেন, “ওই সময় কঙ্গনা কী পরিমাণ উত্তেজনা এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন, তা আমি কল্পনাও করতে পারি না!” এক নেটাগরিক লিখেছেন, “ব্যাকগ্রাউন্ডে একজন বলছেন, ‘কুশপুত্তলিকা দাহ হোক আর অসত্যের উপর সত্যের জয় হোক।’ ওই ব্যক্তির কথা ভেবে আমার হাসি তো থামছেই না! কী মজাদার এবং বিব্রতকর পরিস্থিতি। কঙ্গনার উচিত ইউটিউব ক্লাস নেওয়া।”
advertisement
এই রাবণ দহন অনুষ্ঠানের প্রসঙ্গে দিল্লির লব কুশ রামলীলা কমিটির প্রেসিডেন্ট অর্জুন সিং বলেন, ফিল্ম “তারকা হোন কিংবা রাজনীতিবিদ প্রতি বছর আমাদের অনুষ্ঠানে একজন ভিআইপি অতিথি উপস্থিত থাকেন। অতীতেও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকাদের মধ্যে অভিনেতা অজয় দেবগন এবং জন আব্রাহামও উপস্থিত ছিলেন। গত বছরে তো অভিনেতা প্রভাস রাবণ দহন করেছিলেন। এবার এই অনুষ্ঠান ৫০ বছরে পা দিল, এই অনুষ্ঠানে প্রথম বারের জন্য একজন মহিলা রাবণ দহন করলেন।”
advertisement
তাঁর আরও বলেন, “লব কুশ রামলীলা কমিটি মহিলাদের জন্য সমানাধিকারের দাবি রাখে। জীবনের বহু অধ্য়ায়েই মহিলাদের অংশগ্রহণের হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আরও অনেকটা পথ আমাদের যেতে হবে। এই বিল আমাদের দেশ এবং সমাজের অগ্রগতিতে সহায়ক হয়ে উঠবে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2023 10:13 AM IST