এই কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠে পুরো কাটোয়া শহর। কার্তিক-লড়াই এর শোভাযাত্রা দেখতে কাটোয়া সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদ,নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান। তবে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা যে নির্দিষ্ট রুটে গতবছর সম্পন্ন হয়েছিল, সেই রুটের কিছুটা পরিবর্তন হবে এইবছর। শোভাযাত্রা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে কাটোয়ার বিভিন্ন পুজো কমিটিদের নিয়ে বৈঠক করে পুলিশ প্রশাসন এবং নতুন রুটের একটি নির্দেশিকা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: বাতিল নারকেল মালা দিয়ে তৈরি হয় একতারা! এই ব্যবসা করে মালামাল হয়ে যান
নির্দেশিকা : শোভাযাত্রায় অংশ নেওয়া প্রতিটি ক্লাব সর্বাধিক চারটের বেশি লাইটের গেট করতে পারবে না। প্রতিটি গেটের উচ্চতা 12 ফুট এবং চওড়া আট ফুটের বেশি রাখা যাবে না । লড়াইয়ের শোভাযাত্রা বিকেল চারটে থেকে শুরু করে রাত্রি দশটার মধ্যে সম্পূর্ন করার কথা বলা হয়েছে। কোনও প্রকার শব্দবাজি, ডিজে, সাউন্ড বক্স বাজানো যাবে না শোভাযাত্রার মধ্যে ।
আরও পড়ুন: অভিযোগ পেয়েই বেআইনি নির্মাণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ পুরসভার চেয়ারম্যানের
শোভাযাত্রার নতুন রুট: টেলিফোন ময়দানের পাশ দিয়ে আসা লড়াইয়ের শোভাযাত্রা, এই বছর আর মাধবী তলা রোড ধরে ভূতনাথ তলার দিকে যাবেনা । এর পরিবর্তে মাধবী তলা মোড় থেকে, শোভাযাত্রা নতুন পথ ধরে স্টেশন বাজার চৌরাস্তা হয়ে বিদ্যাসাগর শিশুতীর্থ স্কুলের সামনে দিয়ে সুবোধ স্মৃতি রোডে ঢুকে, ইন্দিরা গান্ধী মূর্তির পাশ দিয়ে কারবালা হয়ে পুরানো রুটে মিশে যাবে। এইবছর শোভাযাত্রায় প্রায় এক কিলোমিটারেরও বেশি রুট বাড়বে।
বনোয়ারীলাল চৌধুরী