New Business Opportunity: বাতিল নারকেল মালা দিয়ে তৈরি হয় একতারা! এই ব্যবসা করে মালামাল হয়ে যান
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
নারকেল মালা দিয়ে তৈরি একতারা বিক্রি করে দ্বিগুণ আয় হয়! বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা
পূর্ব বর্ধমান: সবুজ ধান ক্ষেতের আলপথ ধরে একতারা হাতে বাউল ফকির হেঁটে আসছেন এ দৃশ্য বাংলার মানুষের কাছে অতি পরিচিত। বিজ্ঞাপনের দৌলতে দৃশ্যটি হয়তো সর্বত্র ছড়িয়ে পড়েছে, কিন্তু কয়েক দশক আগেও এটাই সত্যি ছিল বাংলার বুকে। কিন্তু জানেন কি কীভাবে তৈরি হয় এই একতারা? আজকের এই প্রতিবেদনে একতারা তৈরির সহজ পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব আমরা। যা দেখে আপনিও কিন্তু শুরু করতে পারেন এই ব্যবসা।
আরও পড়ুন: হাতির জ্বালায় ধান হাতে বিক্ষোভ
পূর্ব বর্ধমানের ছোট কুলগাছি গ্রামে বাড়ি একতারা শিল্পী দিলু মালের। গত ১৭ বছর ধরে একতারা তৈরি করে আসছেন তিনি। লাউয়ের খোলা দিয়ে বড় একতারা তৈরি হয়। তবে দিলু মাল তৈরি করেন ছোট একতারা। আর এই ছোট একতারা তৈরি হয় নারকেল মালা দিয়ে। নিজের বাড়িতে বসেই এই কাজ করেন তিনি। এই প্রসঙ্গে দিলু মাল বলেন, আগে থেকেই আমাদের বাঁশি তৈরির ব্যবসা ছিল। তারপর মাথায় আসে নতুন একটা কিছু তৈরি করা যাক। সেই থেকেই শুরু করি একতারা বানানো। আমার বাবা প্রথম একতারা তৈরি করেন। আমি বাবার কাছ থেকে এই একতারা বানানো শিখেছি।
advertisement
advertisement
নারকেল মালা দিয়ে একতারা তৈরি করতে দীর্ঘ পরিশ্রম করতে হয় দিলু মালকে। উত্তর ২৪ পরগনা থেকে নিয়ে আসেন নারকেল। এক্ষেত্রে নার্সারির বাতিল নারকেলগুলো সংগ্রহ করে নিয়ে আসেন। যার দাম পড়ে প্রতি পিস তিন থেকে চার টাকা। পরবর্তীতে সেই নারকেলের খোলা ছাড়িয়ে যন্ত্রের মাধ্যমে নারকেল মালা কেটে নেওয়া হয়। এরপর নারকেলের ভিতরের শাঁশ পরিষ্কার করে নেওয়া হয়। পরবর্তী ধাপে নারকেল মালা ঘষে, পালিশ করে তার উপর করা হয় ডিজাইন। তারপর মাপ অনুযায়ী বাঁশ কেটে স্ক্রু দিয়ে আটকানো হয় নারকেল মালার উপর। সবশেষে টান টান করে তার লাগিয়ে দিলেই তৈরি হয়ে যায় ছোট একতারা।
advertisement
নিজের জেলা ছাড়াও অন্যত্রও এই একতারা বিক্রি করেন দিলু মাল। নারকেলে মালা দিয়ে এই একতারা তৈরি করতে খরচ পড়ে ২৫ থেকে ৩০ টাকা। বাজারে এটাই ৮০ থেকে ১০০ টাকা দামে বিক্রি হয়। কেউ চাইলে দিলু মালের কাছ থেকে পাইকারি দামে একতারা কিনে ব্যবসাও শুরু করতে পারেন । সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ৯৯৩২৭২০২২৮ নম্বরে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 2:09 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
New Business Opportunity: বাতিল নারকেল মালা দিয়ে তৈরি হয় একতারা! এই ব্যবসা করে মালামাল হয়ে যান