Bankura News: হাতির জ্বালায় ধান হাতে বিক্ষোভ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
হাতির দল গ্রামে ঢুকে তছনছ করে দিয়েছে চাষের জমি। ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ কৃষকদের
বাঁকুড়া: হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা জমির ধান। কিন্তু তা সত্ত্বেও বন দফতর হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেনা বলে অভিযোগ। পাশাপাশি চাষের ক্ষতিপূরণ না মেলায় বাঁদরকোন্দা গ্রামের ক্ষুব্ধ কৃষকরা পথ অবরোধ করলেন বাঁকুড়া-বর্ধমান ভায়া সোনামুখী-বেলিয়াতোড় রাস্তা।
আরও পড়ুন: ‘পা সরু হয়ে যাচ্ছে’, অনুব্রতর জীবনে নয়া বিপদ! বিচারকের নির্দেশেও মাথায় হাত কেষ্ট-সুকন্যার
হাতির আক্রমণে বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের গ্রামবাসীদের কার্যত নাভিশ্বাস ওঠার যোগাড়। বন দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জের পাবয়া মৌজায় ৪৩ টি, সাহারজোড়ায় ১ টি, বেলিয়াতোড় রেঞ্জের সরগড়াতে ২৫ টি মিলিয়ে মোট ৬৯ টি হাতি অবস্থান করছে। সবচেয়ে বড় কথা এই হাতিগুলো যখন তখন লোকালয়ে ঢুকে হামলা করছে, লণ্ডভণ্ড করে দিচ্ছে চাষের জমি।
advertisement
advertisement
এই অবস্থায় হাতির হামলা থেকে বাঁচতে চেয়ে এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে পথ অবরোধ করে এলাকাবাসী। অবরোধকারীদের অভিযোগ, গত কয়েক দিন ধরে তাঁদের ধান জমিতে হামলা চালাচ্ছে হাতির দল। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ধান জমি। বন দফতরের কাছে অবিলম্বে হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হলেও কাজ হয়নি। এদিকে চাষাবাদ করেই তাঁদের সংসার চলে। এই অবস্থায় দৈনন্দিন সংসার খরচ থেকে শুরু করে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ কীভাবে চালাবেন ভেবে পাচ্ছেন না বলে জানিয়েছেন ওই গ্রামবাসীরা। এই বিষয়ে বন দফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 1:44 PM IST