Bardhaman Municipality: অভিযোগ পেয়েই বেআইনি নির্মাণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ পুরসভার চেয়ারম্যানের
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bardhaman Municipality: অভিযোগের সঙ্গে সঙ্গে পদক্ষেপ বর্ধমান পৌরসভার চেযারম্যান পরেশ চন্দ্র সরকারের। চেয়ারম্যানের কাজে খুশি সকলেই
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: অভিযোগের সঙ্গে সঙ্গে পদক্ষেপ বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের। চেয়ারম্যানের কাজে খুশি সকলেই। কিছুদিন আগেই শেষ হয়েছে বাঙালির বড় পুজো দুর্গাপুজো। আর এই পুজোর মরশুমে যখন সকলে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন । অভিযোগ, সেই সুযোগে এক ব্যক্তি শহরের বুকে অবৈধ ভাবে নির্মাণ করেন পাঁচতলা বিল্ডিং । যখন এই বিল্ডিং বিভিন্ন জনের নজরে আসে তখন , শহরের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ জমতে থাকে বর্ধমান পুরসভার চেয়ারম্যানের কাছে । অভিযোগ খতিয়ে দেখার পরই পদক্ষেপ নেন চেয়ারম্যান নিজে ।
এই প্রসঙ্গে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, ‘‘৬২০ বর্গফুটে অবৈধভাবে পাঁচতলা বাড়ি তৈরি হচ্ছিল । এক নম্বর ওয়ার্ডে আজ সকাল থেকে একটা অভিযোগ আসছিল । খাগড়াগড়ে অবৈধভাবে একটা পাঁচতলা বাড়ি তৈরি হচ্ছে এবং ঢালাই হয়ে গিয়েছে। সব জানার পরে আমি পুরসভা থেকে ইঞ্জিনিয়ার পাঠাই। ইঞ্জিনিয়াররা যাওয়ার পর সব দেখে বাড়িটির ছবি তোলেন । মালিকের খোঁজ করা হলে মালিক সামনে আসেনি । ওরা বাড়ির মালিকের নাম জানতে পারে না । পরবর্তীতে আমি নিজে গিয়ে পাঁচতলা বাড়ি তৈরির পারমিশনের, সমস্ত কাগজপত্র দেখতে চাইলে তারা কিছুই দেখাতে পারেিন ।’’ পরেশবাবু আরও জানান যে অবশেষে বাড়ির মালিক শেখ বাবু হাজির হন । তার পর পুরসভার চেয়্যারম্যান কাছে শেখ বাবু স্বীকার করেন যে এই বাড়ি তৈরির কাজ তিনি করাচ্ছেন, যা কাগজ লাগে সে সব তাঁর কাছে নেই।
advertisement
advertisement
তবে এর বাইরে বাড়ির মালিক শেখ বাবু আর কিছু বলতে চাননি। পরবর্তীতে পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার তাকে পুরসভায় দেখা করার জন্য যেতে বলেন। আপাতত চেয়্যারম্যানের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ওই বাড়ি তৈরির কাজ ।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 9:48 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman Municipality: অভিযোগ পেয়েই বেআইনি নির্মাণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ পুরসভার চেয়ারম্যানের