কিন্তু এখন সেই টাকার পরিমাণ কমেছে। এখন পাঁচ দিনের বরাদ্দ দশ হাজার। স্বাভাবিক ভাবেই জৌলুস কমেছে। তবে এখনও সব মুছে যায়নি। ঝুলনের পুজো সেরে এক দিন কীর্তন ও বাউল গানের আসর বসানো হয়। সামান্য কিছুর মধ্যেই কিছুটা আনন্দ খুঁজে নেওয়া এই আর কি।
আরও পড়ুনঃ এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণ পদক জিতল রামিশা
advertisement
এসব বলতে বলতেই আক্ষেপর সুর শোনা যায় তাঁর গলায়। করোনা আবহে দীর্ঘ দু বছর রাজবাড়িতে হয়নি ঝুলনের অনুষ্ঠান। সমাগম হয়নি কারও। ঝুলন দেখতে ভিড় জমায়নি দূর দূরান্ত থেকে আসা মানুষজন। তবে দীর্ঘ দু'বছর পর এবছর ফের লক্ষীনারায়ন জিও মন্দিরে হবে ঝুলন উৎসব।
আরও পড়ুনঃ স্কুলে যাওয়ার রাস্তা বেহাল! মেরামতের দাবিতে অবরোধ পড়ুয়াদের
রথের পর ঝুলন উৎসব হবে রাজবাড়িতে। রথের উৎসবে যেমন রাজবাড়ী চত্বর মেতে উঠেছিল উৎসব। তেমনই ঝুলন উৎসবেও লক্ষ্য করা যাবে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা। ফলে ইতিমধ্যেই উৎসব ঘিরে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। রাজবাড়িতে এখন ব্যস্ততা তুঙ্গে।
Malobika Biswas