দূর্গা পুজোর সময় বেশ কিছুদিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয় সেই সুযোগকে কাজে লাগিয়ে এই অবৈধ নির্মাণ করা হয় বলে অভিযোগ। এ নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার, পৌরসভার চেয়ারম্যানকে লিখিত অভিযোগ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, পুজোর ছুটিতেই কাজীর হাট এলাকা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিক কলেজ সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি অবৈধ নির্মাণ হয়েছে। যার মধ্যে দুটি বাড়ি একটি গ্যারেজ, একটি মন্দির রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জায়গা ফাঁকা থাকার সুযোগ নিয়ে স্থানীয় অসাধু ব্যক্তিরা এই ধরনের কাজ করেছে।
advertisement
আরও পড়ুনঃ অদ্ভুত শব্দ, ট্রাকের সামনের কাচ থেকে নেমে আসছে ভূত!
ইতিমধ্যেই সেই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সরজমিনে জায়গা পরিদর্শন করা হয়েছে। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফাঁকা জায়গা বাউন্ডারি দিয়ে দেওয়া হবে। এনিয়ে অভিযুক্ত রাজু মহন্ত এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুই বলতে চাননি ক্যামেরার সামনে। তবে এ নিয়ে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্তেখাব আলাম বলেন, সরকারি জায়গা দখল করে কেউ কোনো কাজ করতে পারেনা। যদি কেউ করে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।
Malobika Biswas