Viral Video: অদ্ভুত শব্দ, ট্রাকের সামনের কাচ থেকে নেমে আসছে ভূত!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
অদ্ভুত শব্দ, ট্রাকের সামনের কাচ থেকে নেমে আসছে এটা কি? ভুত ভেবে আতঙ্কে স্থানীয়রা। ভিডিওকে ঘিরে কালনার ফেরিঘাট চত্বর এবং ফেরিঘাট চত্বরের আশেপাশের আতঙ্কে সৃষ্টি হয়l
#পূর্ব বর্ধমান : অদ্ভুত শব্দ, ট্রাকের সামনের কাচ থেকে নেমে আসছে এটা কি? ভুত ভেবে আতঙ্কে স্থানীয়রা। ভিডিওকে ঘিরে কালনার ফেরিঘাট চত্বর এবং ফেরিঘাট চত্বরের আশেপাশের আতঙ্কে সৃষ্টি হয়l এই রকম রহস্যজনক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে। গতকাল রাত নটা পর ফেরিঘাট চত্বরের আশেপাশে এলাকাগুলোতে সেই ভাবে মানুষকে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। আর এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভৌতিক কান্ড।
একটি অদ্ভুত দেখতে কেউ বা কিছু নেমে আসছে ট্রাকের সামনের কাচ থেকে। আর গা ছমছম করা শব্দ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এটা কালনা ফেরিঘাট চত্বর, কিন্তু কালনা ফেরিঘাট চত্বরে এলাকাবাসীরা জানান, এটা কালনা ফেরিঘাট চত্বরের ঘটনা নয়, এই পর্দা দেওয়া ঘর কালনা ফেরিঘাট চত্বরে আশেপাশে কোথাও নেই, সুতরাং এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় এক দোকানদার জানান, এই ভিডিও দেখে অনেক মেয়েরা ভয় পাচ্ছে, তারা সন্ধ্যের পর কালনা প্রাইভেট টিউশন পড়ে , গঙ্গা পেরিয়ে ওপারে যায়, সুতরাং এই ভাইরাল ভিডিওতে তারা একটু আতঙ্কিতই হয়ে পড়েছে। অন্যদিকে, বিজ্ঞান মঞ্চের সদস্য আশু পাল জানান ভূত বলে কিছু নেই , এটা কালনা ফেরিঘাট চত্বরে নয় কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ভিডিও ভাইরাল করা হয়েছে । তবে এতে ভয় পাওয়ার কিছু নেই।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
October 23, 2022 12:52 AM IST