ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের। অপমানিত বধূ তাঁর স্বামী কামাল শেখের দৃষ্টান্তমূলক সাজার দাবি করে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- বস্তা বস্তা গম, ড্রামের পর ড্রাম কেরোসিন তেল! ভাতারে কী নিয়ে শোরগোল?
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কামাল শেখের বাড়ি মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায়। তিনি ম্যারেজ রেজিস্ট্রি করেছিলেন এলাকারই বছর ২০-এর তরুণীকে। তরুণী পুলিশকে জানিয়েছেন, তিনি এখন মন্তেশ্বর কলেজে পড়েন। কামাল শেখ নিজেকে উচ্চশিক্ষিত বলে তাঁকে জানিয়েছিলেন। আর সে কথা তিনি বিশ্বাসও করেছিলেন। চলতি বছরের মার্চ মাসে ম্যারেজ রেজিস্ট্রি করেন তাঁরা। যদিও রেজিস্ট্রি বিয়ের পর তিনি বাপের বাড়িতেই থাকতেন। কিছুদিন যাওয়ার পর তিনি জানতে পারেন, কামাল স্কুলের গন্ডিও পেরোননি। নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা কথা বলে তাঁকে বিয়ে করেছে কামাল। তাই তিনি তাঁর স্বামীকে ডিভোর্সের নোটিশ পাঠান। আর তার পরেই বেঁকে বসল কামাল।
আরও পড়ুন- সাংবাদিকতায় অনার্স করতে চান? রয়েছে সুবর্ণ সুযোগ! জানুন বিশদে
তরুণীর দাবি, ডিভোর্সের নোটিশ পাওয়ার পর তাঁদের বাড়িতে হাজির হয়ে কামাল অকথ্য ভাষায় গালিগালাজ করে। হুমকি দিয়ে বলে যায়, তাঁর যে সব আপত্তিকর ছবি সে তুলে রেখেছিল, সেগুলি ফেসবুকে ছেড়ে দেবে। হুমকি মতোই কামাল সেই সমস্ত ছবি ফেসবুকে পোস্ট করে দেয়।
মন্তেশ্বর থানা সূত্রে খবর, এই ঘটনায় অভিযোগ জমা পড়েছে। আর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
Malobika Biswas