#পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ রেশন অভিযান চালাচ্ছে ভাতার ব্লক জুড়ে। পুলিশের কাছে অভিযোগ আসে, সরকারি রেশন নানানভাবে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। এই অভিযান প্রথম চালানো হয়েছিল কুবাজপুর এলাকায়। সেখানে প্রচুর পরিমাণে রেশনের চাল, গম, আটা আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। আর এরইমধ্যে ভাতারের মুরাতিপুর এলাকা থেকে একটি লরি আটক করেছে পুলিশ। সেই লরিতে প্রায় ৪০০ বস্তা গম ছিল।
আর এদিন আবারও বড় সফলতা ভাতার থানার পুলিশের। ভাতারের বলগোনা বাজার থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান থেকে ৩৩ ড্রাম কেরোসিন তেল আটক করল পুলিশ। সেই সঙ্গে দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের নাম অশেষ পাল, তার বাড়ি ভাতারের বলগোনায়। আর একজনের নাম নাসির উদ্দিন মোল্লা, তার বাড়ি ভাতারের সন্তোষপুর গ্রামে।
আরও পড়ুন- থাইল্যান্ডে মুখ উজ্জ্বল বাংলার! নৃত্য প্রতিযোগিতায় সেরার সেরা বর্ধমানের রিজা!
এরপর ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়। কোথা থেকে ওই বিপুল পরিমাণ কেরোসিন তেল সংগ্রহ করা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে, কোন কোন রেশনের দোকানে এদের সঙ্গে যুক্ত রয়েছে সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। লাগাতার এই অভিযান চলবে ভাতারের বিভিন্ন এলাকায় বলে খবর পুলিশ সূত্রে। ফলে, পুলিশের এই সাফল্যে খুশি ভাতার এলাকার সাধারণ মানুষ।
আরও পড়ুন- সাংবাদিকতায় অনার্স করতে চান? রয়েছে সুবর্ণ সুযোগ! জানুন বিশদে
স্থানীয়রা জানান, সাধারণ মানুষের সমস্যা করে যারা এভাবে কেরোসিন তেল নিয়ে দুর্নীতি করছে তাদের শাস্তি হওয়া উচিত।
Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhatar, East Bardhaman, Free Ration, Smuggling