আগামীদিন এই ছাত্রীরাই নিজেদের হাতের কাজের সাহায্যে নিজেরায় সাবলম্বী হওয়ার একটি পথ খুঁজে পাবে বলেই মনে করছেন কলেজের শিক্ষক শিক্ষিকারা। কলেজের প্রেসিডেন্ট সুব্রত পাল বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে এই প্রদর্শনী প্রতিবছরই হয়ে আসছে। এই টিচার্স ট্রেনিং কলেজে পড়াশোনার পাশাপাশি জোর দেওয়া হয় হস্তশিল্পের কাজেও।
আরও পড়ুনঃ অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান ভূমি রাজস্ব দফতর! জানুন
advertisement
এই কলেজেই শেখানো হয় নানা ধরনের জিনিস তৈরি। যা ভবিষ্যতে স্বাবলম্বী করবে পড়ুয়াদের। কলেজের শিক্ষক চঞ্চল চ্যাটার্জী বলেন, পেইন্টিং, হাতের কাজের উপরে বিশেষ করে জোড় দেওয়া হচ্ছে। পড়ুয়ারা যেসব হাতের কাজ তৈরি করছে বা পেইন্টিং করছে সমস্ত কিছু বিক্রির ব্যবস্থা করা হচ্ছে এই প্রদর্শনীর মাধ্যমে।
আরও পড়ুনঃ আধার কার্ড ও সই জাল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অবৈধ কাজকর্ম
একদিকে যেমন পড়াশোনার পাশাপাশি এই হাতের কাজ তৈরি রিলাক্সেশন এর জায়গা পড়ুয়াদের তেমনই এই হাতের কাজ গুলি শিখে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবে পড়ুয়ারা।
Malobika Biswas