TRENDING:

Purba Bardhaman News: দুর্গাপুজোর পাশাপাশি বিষ্ণুপুর গ্রামে লক্ষ্মী পুজোও চারদিন ধরে!

Last Updated:

দুর্গাপূজার মতো কোজাগরী লক্ষ্মী পুজোয় মেতে ওঠে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নং ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্ৰাম। কাটোয়া দুই নং ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্ৰামে নাগিন স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পুজো এবছর ১৫ তম বর্ষে পড়ল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : দুর্গাপূজার মতো কোজাগরী লক্ষ্মী পুজোয় মেতে ওঠে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নং ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্ৰাম। কাটোয়া দুই নং ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্ৰামে নাগিন স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পুজো এবছর ১৫ তম বর্ষে পড়ল। নাগিন স্টার ক্লাবের লক্ষ্মী পুজোর বাজেট ২ লক্ষ টাকা। পুজো উপলক্ষে অন্নকূটের আয়োজন করা হয় ক্লাবের তরফ থেকে। এদিকে ইয়ং স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পুজো এবার ১২ বছর পড়ল। ইয়ং স্টার ক্লাবের লক্ষ্মী পুজোর বাজেট সাড়ে তিন লক্ষ টাকা।
advertisement

পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। অন্যদিকে, গিন স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পুজো এবার ৩০ তম বর্ষে পড়ল। প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সেজে ওঠেছে গোটা গ্ৰাম। উদ্যোক্তাদের কথায়, গ্ৰামের অধিকাংশ মানুষ কাজের তাগিদে বছরভর দিল্লি, জয়পুর কিংবা আরও দুরে থাকেন।

আরও পড়ুনঃ প্রতিমা বিসর্জনের আগে মা দুর্গাকে বিদায় জানালেন মহিলারা

advertisement

এদের অনেকেই স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত। তাই দুর্গাপূজোর আনন্দকে পুষিয়ে নিতে কোজাগরী লক্ষ্মী পূজোয় মাতেন। তাই দুর্গাপূজার আনন্দটাকে একে অপরের সঙ্গে ভাগ করে নিতে এই গ্ৰামে লক্ষ্মী পুজো বড় পূজার আকার নেয়। বসে মেলা। লক্ষ্মী পুজোয় মেতে উঠে গ্রামের মানুষ। দূর্গা পূজোর মতোই গ্রামে লক্ষ্মী পুজো হয় চারদিন ধরে। যেহেতু দুর্গা পুজোয় গ্রামের অনেক মানুষ থাকেন না। লক্ষ্মী পুজোয় গ্রামে ফেরেন বাইরে থাকা বহু মানুষ তাই এই লক্ষ্মী পুজো হয় ধুমধাম করেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: দুর্গাপুজোর পাশাপাশি বিষ্ণুপুর গ্রামে লক্ষ্মী পুজোও চারদিন ধরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল