Purba Bardhaman Durga Puja 2022 II প্রতিমা বিসর্জনের আগে মা দুর্গাকে বিদায় জানালেন মহিলারা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দুর্গা পুজোর শেষে দশমীর দিন থেকে মায়ের বিদায়ের মধ্যে দিয়ে সমাপ্ত হল দুর্গা পুজো। তাই দশমী পেরোলেই মন খারাপ সকলের। শুরু হয় মা কে বিদায় দেওয়ার পালা। উমা তাঁর বাপের বাড়ি ছেড়ে পুনরায় পাড়ি দেন কৈলাসে।
#পূর্ব বর্ধমান : দুর্গা পুজোর শেষে দশমীর দিন থেকে মায়ের বিদায়ের মধ্যে দিয়ে সমাপ্ত হল দুর্গা পুজো। তাই দশমী পেরোলেই মন খারাপ সকলের। শুরু হয় মা কে বিদায় দেওয়ার পালা। উমা তাঁর বাপের বাড়ি ছেড়ে পুনরায় পাড়ি দেন কৈলাসে। শেষ দিন মা কে বরণের পর শুরু হয় সিঁদুর খেলা। একের পর এর মহিলারা মাকে বরণ করার পর তাঁর সিঁথিতে সিঁদুর ছুঁইয়ে দেন। বিজয়া দশমীর বরণকালে সিঁদুর হয়ে ওঠে বাঙালি নারীর খেলার উপকরণ। সিঁদুরে একে অপরের গাল, কপাল রাঙিয়ে ভালোবাসা আর মেলবন্ধন গড়ে তোলেন মহিলারা।
ছোট ছোট শিশুদের কপালেও দেখা যায় লাল তিলক। আনন্দের মুহূর্তে মা দুর্গার বিদায়বেলার অশ্রুও বরণের সিঁদুরে ঢাকা পড়ে যায় অনেকখানি। তেমনই আবেগঘন সিঁদুর খেলায় মেতে উঠেন শহর বর্ধমানের কালনা গেট দেশ বন্ধু রোডের তরুণ সংঘ ক্লাবের মহিলারাও। তরুণ সংঘ ক্লাবের দুর্গা পুজো এবছর ৭০ তম বর্ষে অতিক্রম করল। এই পুজো মূলত মহিলাদের দ্বারাই পরিচালিত হয়।
advertisement
আরও পড়ুনঃ কোয়েম্বাটুরের আদিযোগী ও বৃন্দাবনের প্রেম মন্দির এবার বর্ধমানে
পুজোর সব কাজ করে থাকেন স্থানীয় মহিলারাই। তবে শেষবেলার আনন্দ থেকে বাদ পড়েননি পুরুষরাও। তাঁদেরকেও দেখা গেল কপালে রাঙা সিঁদুরের তিলক কেটে উমার বরণে অংশ নিতে। একটানা ২ বছরের মহামারী কাটিয়ে ২০২২-এ মানুষের দুর্গাপুজোর উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল এবছর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফসলের রোগ নিরাময় নিয়ে প্রশিক্ষণ শিবির কালনায়
ঘরের বাঁধন থেকে মুক্তি পাওয়া বাঙালি একটানা প্রায় দশদিন ধরে ছুটে বেরিয়েছেন এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে, তার ওপর জুড়ে গেছে ইউনেস্কোর হেরিটেজ সম্মান। সেই পুজোকে বিদায় জানানোটা অবশ্যই বিশেষ উদ্দীপনার এবং আবেগের। তাই ২০২২-এর দুর্গাপুজো প্রত্যেক বাঙালির জন্য এক অবিস্মরণীয় উৎসব হয়ে থাকলো।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
October 06, 2022 3:12 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman Durga Puja 2022 II প্রতিমা বিসর্জনের আগে মা দুর্গাকে বিদায় জানালেন মহিলারা