Purba Bardhaman Durga Puja 2022 II কোয়েম্বাটুরের আদিযোগী ও বৃন্দাবনের প্রেম মন্দির এবার বর্ধমানে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
করোনার জেরে প্রায় দু বছর কার্যত ঘরবন্দি হয়েছিল মানুষজন। আর তাই এবছরও প্যান্ডেল হপিংয়ে ঢল নেমেছে মানুষের। পঞ্চমী থেকেই গোটা জেলা জুড়ে দিনরাত একাকার করে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে মানুষের ভিড়।
#পূর্ব বর্ধমান : করোনার জেরে প্রায় দু বছর কার্যত ঘরবন্দি হয়েছিল মানুষজন। আর তাই এবছরও প্যান্ডেল হপিংয়ে ঢল নেমেছে মানুষের। পঞ্চমী থেকেই গোটা জেলা জুড়ে দিনরাত একাকার করে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে মানুষের ভিড়। প্রতিবছরের মত এবারেও দুর্গাপুজোয় বর্ধমান শহরের পুজোগুলি লড়াই করছে একে অপরের সঙ্গে। থিমের লড়াই চলছে শহর বর্ধমানে। বর্ধমান শহরের একটি বড় পুজো হল সর্বমিলন সংঘ। তদের এবছরের থিম আদি যোগী। কোয়েম্বাটুরের আদি যোগীকে তুলে ধরা হয়েছে এই পুজো মন্ডপে।
মহাদেব ধ্যানে বসেছিলেন কোয়েম্বাটুরে। সেই চিত্রই ফুটে উঠেছে এই পুজো মন্ডপে। ভূমি থেকে ৭৫ ফুট উচু এই পুজো মন্ডপ। শিবের অঙ্গ ভঙ্গি ও ধ্যানে বসা শিবকে এখানে তুলে ধরা হয়েছে। শহর বর্ধমানের অন্যান্য বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম হল বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনীর পুজো। এবারে তাদের ৯৯ তম বর্ষ। এবার তাঁদের থিম "বৃন্দাবনের প্রেম মন্দির"। রেলের উড়ালসেতুর ঠিক নীচেই "বৃন্দাবনের প্রেম মন্দির"।
advertisement
আরও পড়ুনঃ বড়শুল ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের এই বছরের থিম স্বর্ণমন্দির
শতাব্দীর মুখে দাঁড়িয়ে থাকা এই পুজো বন্ধ হয়ে যাচ্ছিল। গত বছর এই পুজোর হাল ধরেন স্থানীয় কাউন্সিলর নুরুল আলম। তিনি সভাপতি হয়ে এলাকার সকলকে নিয়ে একটি কমিটি তৈরি করেন। শুরু হয় নতুন করে দুর্গাপুজো। সেই মত এবছরও হচ্ছে পুজো। মূলত সম্প্রীতির বার্তা দিতেই এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। কারণ পাশেই রয়েছে মসজিদ ও গুরুদুয়ার। আর ঠিক একই জায়গায় বৃন্দাবনের প্রেম মন্দির।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
October 03, 2022 4:53 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman Durga Puja 2022 II কোয়েম্বাটুরের আদিযোগী ও বৃন্দাবনের প্রেম মন্দির এবার বর্ধমানে