TRENDING:

Purba Bardhaman News: হাল ফ্যাশনেই বাজিমাত করেন শান্তনু! বর্ধমানেও রয়েছে সুলুক সন্ধান

Last Updated:

ট্রেন্ডিং ফ্যাশন মানেই জেলা অনেকখানি তাকিয়ে থাকে মহানগর কলকাতার দিকে। তবে হাল ফ্যাশনে বদলও হয়েছে অনেক। আর আপনি যদি বর্ধমানের বাসিন্দা হয়ে থাকে আর বিশেষ কোনও অনুষ্ঠানে হাল ফ্যাশনে নিজেকে সবার সামনে উজ্জ্বল করে তুলে ধরতে চান তাহলে শহরের বুকেও আপনার জন্য রয়েছে সুলুক সন্ধান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ট্রেন্ডিং ফ্যাশন মানেই জেলা অনেকখানি তাকিয়ে থাকে মহানগর কলকাতার দিকে। তবে হাল ফ্যাশনে বদলও হয়েছে অনেক। আর আপনি যদি বর্ধমানের বাসিন্দা হয়ে থাকে আর বিশেষ কোনও অনুষ্ঠানে হাল ফ্যাশনে নিজেকে সবার সামনে উজ্জ্বল করে তুলে ধরতে চান তাহলে শহরের বুকেও আপনার জন্য রয়েছে সুলুক সন্ধান। যার ফ্যাশন ডিজাইন অনায়াসেই আপনার মন কাড়তে পারে। আর হাল ফ্যাশনের যে বর্তমান মনোভাব তাতে ভারি বা অতিরঞ্জিত জিনিসপত্রের থেকে হালকা পোশাকের দিকেই মন মজেছে অনেকের।
advertisement

আবার অনেকেই চান ফ্যাশন কেই পেশা করে তুলতে, তবে তার জন্য প্রয়োজন পুঁথিগত বিদ্যার। আজকের এই প্রতিবেদনে এই সমস্ত কিছুর সুলুক সন্ধান পাবেন আপনি। বর্ধমানের নামকরা ফ্যাশন ডিজাইনার শান্তনু সরকার। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। শুধু বর্ধমানেই নয় জেলার বাইরে বিভিন্ন জায়গাতেও বর্তমানে তিনি তাঁর ডিজাইন করা পোশাক বিক্রি করে থাকেন। বর্তমানে তাঁর কাছে প্রায় ১৫ জন কর্মী কাজ করেন। ঝুলিতে যে পোশাক গুলো আছে তা হল, শাড়ি, পাঞ্জাবী, ব্লাউস, লেহেঙ্গা, এছাড়াও তিনি বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে থাকেন।

advertisement

আরও পড়ুনঃ সরকারি নিয়ম না মেনেই বালি তোলা নিয়ে অভিযোগ! খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা

ফ্যাশন ডিজাইনার শান্তনু সরকার বলেন, বর্তমানে অধিকাংশ মানুষ ফ্লোরাল প্রিন্টেড, সিকুয়েন্সের কাজ, জারদৌসীর কাজ, শিফন, এই ধরনের পোশাক বেশি পছন্দ করেছেন। তবে বর্ধমানের সেভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা উন্নত না হওয়ার একটাই কারণ হল কলকাতা বর্ধমানের অনেকটাই আছে। তাই বর্ধমানবাসী ট্রেন্ডি পোশাক কিনতে কলকাতা যান। এই ফ্যাশন ডিজাইনিং প্রফেশনে আসতে গেলে কি করতে হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন অনেক কোর্স রয়েছে সেই কোর্সগুলো করি ছেলে মেয়েরা এই পেশায় আসতে পারে।

advertisement

আরও পড়ুনঃ রাতারাতি খালি হয়ে যাচ্ছে নদীগর্ভ! ভয়ঙ্কর অভিযোগ

সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে অনায়াসেই সকলে কোর্স করে এই ইন্ডাস্ট্রিতে আসতে পারেন। অনেক কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে যেখানে পড়ানো হয় ফ্যাশন ডিজাইন নিয়ে। NIFT, NID এছাড়াও আমি নিজে পড়াশোনা করেছি, ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি থেকে ডিপ্লোমা করেছি। ফলে এখন ফ্যাশন ডিজাইনিং শেখার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে ডিপ্লোমা কোর্স করার পর এই পেশায় আসা যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: হাল ফ্যাশনেই বাজিমাত করেন শান্তনু! বর্ধমানেও রয়েছে সুলুক সন্ধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল