Purba Bardhaman News: সরকারি নিয়ম না মেনেই বালি তোলা নিয়ে অভিযোগ! খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লোচন দাস সেতু হল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ গুরুত্বপূর্ণ সেতু। স্থানীয় মানুষজনদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে সেই ব্রীজে নিচে থেকে কেউ বা কারা সরকারি নিয়ম না মেনেই বালি তুলে নিচ্ছে।

+
title=

#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের লোচন দাস সেতু হল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ গুরুত্বপূর্ণ সেতু। স্থানীয় মানুষজনদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে সেই ব্রীজে নিচে থেকে কেউ বা কারা সরকারি নিয়ম না মেনেই বালি তুলে নিচ্ছে। যার ফলে সেতু দুর্বল হয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, এভাবে যদি সরকারি নিয়মকে অমান্য করে বাড়ি তোলা হয় তাহলে সেতু ক্ষতিগ্রস্ত হবে ফলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। তাই তারাই প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়েছিলেন। আর সেই অভিযোগ পাওয়ার পরই একটি কমিটি গঠন হয়।
সেই কমিটির পাঁচ জন সদস্য এদিন এলেন ঘটনাস্থল পরিদর্শনে। SDLRO, কাটোয়া, মঙ্গলকোট থানার IC, মঙ্গলকোট ব্লকের BLRO, মঙ্গলকোট ব্লকের ইঞ্জিনিয়াররা এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার। এদিন এই সরকারি আধিকারিকরা ব্রিজের নিচ খতিয়ে দেখেন। এই ব্রিজের নিচেই রয়েছে সরকারি বালির ঘাট। সেই ঘাটটি থেকে থাকে অবৈজ্ঞানিকভাবে বালি তোলা হচ্ছে। যা খতিয়ে দেখেন পরিদর্শনে আশা আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ রাতারাতি খালি হয়ে যাচ্ছে নদীগর্ভ! ভয়ঙ্কর অভিযোগ
খতিয়ে দেখার পর আধিকারিকরা বলেন, বালির ঘাটটি থেকে সরকারি নিয়ম মেনেই বালি তোলা হচ্ছে। তবে ব্রিজের একটা নির্দিষ্ট দূরত্বে বালি তোলার কথা তা যদি না হয় তাহলেই ব্রিজের ক্ষতি হবে। সবদিক খতিয়ে দেখে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা নেই বালি তোলা নিয়ে। তবে যদি কোন রকম ভাবে নিয়ম না মেনে ব্রিজের আড়াইশো মিটারের দূরত্ব বজায় না রেখে বালি তোলা হয় তাহলে ব্রিজের ক্ষতি হতে পারে।
advertisement
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: সরকারি নিয়ম না মেনেই বালি তোলা নিয়ে অভিযোগ! খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement