প্রকৃতিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন সকলেই। পরিবেশ বাঁচাতে গেলে যে বৃক্ষরোপনকেই আঁকড়ে ধরতে হবে তা উপলব্ধি করেছেন মানুষ। এরফলে আগামী দিনে পরিবেশের ভারসাম্য যেমন বজায় থাকবে তেমনই করোনার মতো মহামারী ও বিদায় নেবে বলে আশান্বিত চিকিৎসক থেকে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুনঃ বজ্রপাতে মৃত কৃষক! আহত ১১
advertisement
শহরের চারা গাছ বিক্রেতারা বলছেন, দুবছর আগে গাছের চারা বিক্রির পরিমাণ এতটা ছিল না। তবে করোনা আবহ আসতেই ক্রেতাদের সংখ্যা বেড়েছে। নানা ধরনের চারা গাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন ক্রেতারা। করোনা আবহে মানুষ অনেক সময় পেয়েছেন তখন গাছ লাগিয়েছেন।
আরও পড়ুনঃ মুড়ি গঙ্গার উপর হবে পাকা সেতু
সেই অভ্যাস রয়ে গিয়েছে ফলে এখনও গাছের চারার বিক্রিতে পড়েনি ভাটা। অন্যদিকে ক্রেতারা বলছেন, প্রকৃতিই একমাত্র মারে বাঁচাতে। তাই গাছ লাগানো তার পরিচর্যা করা সকলের কর্তব্য।
Malobika Biswas