পুলিশ কর্মীরা নিজেদের গাড়িতে করে আটটি পরিবারকে ফেরাল বর্ধমান শহরের ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারামের ডাঙাপাড়া এলাকায়। দীর্ঘ দেড় বছর পর নিজেদের ঘরে ফিরলেন ওই আটটি পরিবার। হাইকোর্টের রায়ে এ দিন যারা ঘরে ফিরলেন তাদের মধ্যে মহঃ নিজাম জানা, আমরা অশান্তির ভয়ে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে এলাকাছাড়া ছিলাম। আমরা চাই এলাকায় পুলিশ পিকেট বসানো হোক।
advertisement
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে ICT কর্মীদের বিক্ষোভ, ডেপুটেশন
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা সেখ শারিফ জানান, ওরা নিজেরাই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। আমরা কাউকে তাড়িয়ে দিইনি। আমরা আইনি লড়াই চালিয়ে যাব। তবে আপাতত ওই আটটি পরিবার ফিরেছে নিজের এলাকায়। নিজেদের ঘরে ঢুকতেই দেখা গেল তাদের ঘরবাড়ি সব তছনছ হয়ে গিয়েছে। ঠিক যেন কেউ লুঠপাট চালিয়েছে। যা দেখে হতাশ হয়ে পড়েন ওই আটটি পরিবারের সদস্যরা।
Malobika Biswas





