রেজাউল শেখ জনিয়েছেন এই হেলিকপ্টার তৈরি করতে এখনও পর্যন্ত কত খরচ হয়েছে তা তিনি বলতে পারবেন না । তবে তিনি বলেছেন যে আনলিমিটেড খরচ চলছে হিসাব রাখলে অসুবিধা আছে । আরও জানান যদি তিনি হেলিকপ্টার ওড়াতে সাকসেসফুল হন এর পরবর্তীতে উনি নিজস্ব প্লান্ট , ইন্ডাস্ট্রি তৈরি করবেন । বাবার স্বপ্ন পূরণ করতে আজ অনেকটাই পরিশ্রম করছেন রিজাউল শেখ। রেজাউল শেখ এই কাজ নিয়ে সাধারণ মানুষদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘পিছিয়ে পড়া মানুষ এবং যারা কাজকে ভয় পায় তাদের উদ্দেশ্যে আমি বলব যে তারা নিজেকে দুর্বল ভাবে । আমি নিজেকে দুর্বল মনে করি না , যা হয় হবে কিন্তু চেষ্টা করতে হবে। আমি এটা চিন্তাভাবনা করি যে এটা সর্বপ্রথম জন্ম দিয়েছিল আমি যতদূর জানি আমেরিকার দুই ভাই, সাইকেলের দোকান ওয়ালা। এদেরকে কে শিখিয়েছিল? নিশ্চয় কেউ শেখায় নি । আমিও সেই ভেবেই এটা নিজে নিজে পরিকল্পনা করেছি , ধরে নিন আমিও তাদের জায়গায় ।’
advertisement
আরও পড়ুন-শাহরুখের পর ন্যাড়া হলেন সলমন! ‘জওয়ান এফেক্ট’ কি পড়ল ভাইজানের? নয়া লুক নিয়ে চর্চা
আরও পড়ুন-ঘি খেলেই কি বাড়ছে ওজন? ডায়াবেটিস রোগীদের জন্য কতটা ক্ষতিকর, সত্য না জানলেই বিপদ!
অদম্য ইচ্ছা শক্তি এবং অক্লান্ত দীর্ঘ ২ বছর পরিশ্রমের পর রেজাউল এই হেলিকপ্টার তৈরী করেছে । তার কাজ প্রায় শেষের দিকে । জানা গেছে আর কয়েকদিনের মধ্যেই রেজাউল তার তৈরী হেলিকপ্টার আকাশে ওড়াবেন। এখন তার গ্রামবাসী থেকে শুরু করে পূর্ব বর্ধমান জেলার প্রায় মানুষের মধ্যে শুরু হয়েছে কৌতূহল যে কবে উড়বে এই হেলিকপ্টার। এখন দেখার বিষয় এই কাজের শেষ পরিণতি কী হয় এবং কতটা সাকসেসফুল হয়।
Bonoarilal Chowdhury






