তেমনি বর্ধমানের পারবিরহাটা তাঁতের হাটে দোকানে দোকানে উপচে পড়ছে মানুষের ভিড়। শাড়ি নেওয়ার জন্য রীতিমতো ব্যাপক ভিড়। সেখানে চেক খাদি শাড়ির প্রচুর চাহিদা রয়েছে। এই প্রসঙ্গে শাড়ি বিক্রেতা মৃদুল মিত্র জানান, পুজোর আগে এই শাড়ির মোটামুটি চাহিদা ছিল, কিন্তু এই মুহূর্তে ভাল চাহিদা বেড়েছে। দাম মাত্র ২৫০ টাকা।
আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে বিশাল উঁচু প্যান্ডেল করা যাবেনা! জানিয়ে দিল জেলা প্রশাসন
advertisement
আরও পড়ুন: এমন চমক কোথাও দেখেননি, দমদমের এই পুজোতে গেলে খুঁজে পাবেন নিজেকে! রহস্যটা কী?
কম দামে ভাল জিনিস কেনার জন্য অনেকেই ভিড় জমাচ্ছেন এই হাটে। এক ক্রেতা রিনা রায় জানান, চেক খাদি শাড়ি ভাল লেগেছে, দামও কম।শাড়ির দাম ২৫০ টাকা হলেও সাইজে কিন্তু ছোট নয়। পুরো ১৪ হাতের কাপড়। যার মধ্যে ২ হাত ব্লাউজের পিস এবং ১২ হাত কাপড়।
বনোয়ারীলাল চৌধুরী