কিন্তু তার পরেও এলাকায় প্রায়শই দেখা দিচ্ছে ডেঙ্গির প্রকোপ। এদিন পূর্বস্থলী ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমিক সোম জানিয়েছেন, পূর্বস্থলী ১ ব্লকে শ্রীরামপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে এলাকার ৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য আসেন।
আরও পড়ুন ঃ বাবা পেশায় ফেরিওয়ালা! যাদবপুর কাণ্ডে গ্রেফতার ছেলে আশিফ! কী বলছে পরিবার? জানুন
advertisement
তিনি আরো বলেন, “যে জায়গাগুলো থেকে ডেঙ্গির কেস বেশি হচ্ছে, আমি নিজেও সেই জায়গাগুলোতে ভিজিটে গিয়েছিলাম। সেখানে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ চলছে। ঘরের চারপাশ পরিস্কার রাখা এবং যে জায়গাতে আমরা মশার লার্ভাগুলো পাচ্ছি সেই সমস্ত জায়গগুলোকেও স্যানিটাইজ করা হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা আমরা বাড়াচ্ছি যাতে জল না জমে।”
জানা গিয়েছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ভাটশালা এলাকা থেকে সবচেয়ে বেশি ডেঙ্গির কেস সামনে এসেছিল। তবে স্বাস্থ্য দপ্তর তৎপরতার সাথে ওই এলাকায় ডেঙ্গির প্রকোপ কমাতে সচেষ্ট হয়েছে।