পূর্ব বর্ধমান জেলাপরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানান, পূর্ব বর্ধমান জেলায় বজ্রঘাতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ১৯ জন বজ্রাঘাতে মারা গেছেন। শুধুমাত্র জুলাই মাসেই মৃত্যু হয়েছে সাত জনের। চলতি আগস্ট মাসের গত দু'দিনে মৃত্যু হয়েছে চার জনের।
আরও পড়ুনঃ মেলেনি আলুর ক্ষতিপূরণ! রাস্তায় নামলেন চাষিরা
advertisement
এই প্রসঙ্গেই তিনি আরও বলেন, গত বছরে বজ্রাঘাতে প্রায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল। এই পরিস্থিতিতে বজ্রপাত সম্পর্কিত সচেতনতা আরও বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফে। বিপর্যয় ব্যবস্থাপন দফতরের জেলা আধিকারিক পিনাকি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত বছর বর্ষার মরশুমে জেলায় বজ্রপাতে প্রায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুনঃ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে জোর দিল জেলা প্রশাসন
এই বছর জুলাই মাসে বজ্রপাতে জেলায় সাত জনের মৃত্যু হয়েছে। আর চলতি আগষ্ট মাস শুরুর দুদিনের মধ্যে চার জনের বজ্রপাতে মৃত্যু হল। প্রতি বছর এই ভাবে মৃত্যুর ঘটনা সত্যিই দুঃখজনক।
Malobika Biswas






