ফলে গত বেশ কয়েক বছর ধরেই মাটির প্রদীপ তৈরি করেন যে মৃৎশিল্পীরা তাঁদের জীবিকা ক্রমশ বিপন্ন হয়েছে। পাশাপাশি প্রদীপ বিক্রেতাও সমস্যায় বপরেছিলেন। তবে অন্যান্য জায়গায় বাজার যেমন থাকুক না কেনো, বর্ধমান শহরে আজও রয়েছে মাটির প্রদীপের প্রদীপের চাহিদা। কার্জন গেট বিসি রোডে সারি সারি প্রদীপ নিয়ে বসেছেন বিক্রেতারা। দোকানের ক্রেতাদের ভিড়ও রয়েছে চোখে পরার মতো। বিক্রেতারা বলছেন এ বছর শুধু নয় প্রতিবছরই শহরের বহু মানুষ আসেন মাটির প্রদীপ কিনতে।
advertisement
আরও পড়ুনঃ পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ রামটহল পার্ক এলাকায়, ঘুরে দেখল পুরসভা
টুনি বালব বাজারে থাকলেও মাটির প্রদীপের ঐতিহ্য ভোলেননি অনেকেই। ফলে এই দীপাবলির প্রদীপ বিক্রি করে ভালোই লাভের মুখ দেখেন তাঁরা। পাঁচ টাকা থেকে ৫০০ টাকা দামের নানা ধরনের মাটির প্রদীপ মিলছে এই বিসি রোডের প্রদীপের দোকানগুলিতে।এদিকে ক্রেতারা বলছেন, যতই বাজারে ইলেকট্রনিক বালব আসুক না কেন। বাংলার ঐতিহ্য হল মাটির প্রদীপ। তাই দাপাবলী মানে বাড়িতে অবশ্যই জ্বালাতে হবে মাটির প্রদীপ।
Malobika Biswas